ঢাকায় পৌঁছেছেন ডমিঙ্গো
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ২০:৪১
ফাইল ছবি
জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় পৌঁছেছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে যান তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হওয়ায় ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণে ফিরলেন তিনি।
মঙ্গলবারই বিসিবির ক্রিকেট অপারেশন্সের কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, দুই এক দিনের মধ্যে ফিরে আসছেন ডমিঙ্গো। তবে কোচিং এর বাকি সদস্যরা এখনই ফিরছেন না। ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে ফিরবেন তারা।
আকরাম খান বলেন, ‘সামনে যেহেতু বড় দিন (২৫ ডিসেম্বর), আমাদের বোর্ড সভাপতি বলেছেন আগে প্রধান কোচ এসে খেলোয়াড়দের পারফর্মেন্স দেখুক, এরপর পুরো দল যখন পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু করবে তখন অন্য স্টাফরা যোগ দেবেন।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষে জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ২০:৪১

ফাইল ছবি
জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় পৌঁছেছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে যান তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হওয়ায় ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণে ফিরলেন তিনি।
মঙ্গলবারই বিসিবির ক্রিকেট অপারেশন্সের কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, দুই এক দিনের মধ্যে ফিরে আসছেন ডমিঙ্গো। তবে কোচিং এর বাকি সদস্যরা এখনই ফিরছেন না। ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে ফিরবেন তারা।
আকরাম খান বলেন, ‘সামনে যেহেতু বড় দিন (২৫ ডিসেম্বর), আমাদের বোর্ড সভাপতি বলেছেন আগে প্রধান কোচ এসে খেলোয়াড়দের পারফর্মেন্স দেখুক, এরপর পুরো দল যখন পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু করবে তখন অন্য স্টাফরা যোগ দেবেন।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষে জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ।
শেয়ার করুন