তিনি আমাদের কখনো ছেড়ে যাবেন না: মেসি
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০১:৫১
ফাইল ছবি
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন তার স্বদেশি ফুটবলার লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনার প্রত্যেক মানুষ এবং ফুটবলের জন্য অত্যন্ত দুঃখের দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন। কিন্তু তিনি আমাদের কখনো ছেড়ে যাবেন না।’
২০১০ সালে ম্যারাডোনার সান্নিধ্য পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। সেইবার তার অধীনেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নিয়েছিল মেসিরা।
বার্সা তারকা লিখেছেন, ‘ডিয়েগো চিরন্তন। আমি তার সঙ্গে যেসব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা মনের মধ্যে রেখে দেব। তার পরিবার এবং বন্ধুবান্ধবকে সমবেদনা জানাচ্ছি।’
ভক্তদের কাঁদিয়ে বুধবার হার্ট অ্যাটাকে মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০১:৫১

ফাইল ছবি
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন তার স্বদেশি ফুটবলার লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনার প্রত্যেক মানুষ এবং ফুটবলের জন্য অত্যন্ত দুঃখের দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন। কিন্তু তিনি আমাদের কখনো ছেড়ে যাবেন না।’
২০১০ সালে ম্যারাডোনার সান্নিধ্য পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। সেইবার তার অধীনেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নিয়েছিল মেসিরা।
বার্সা তারকা লিখেছেন, ‘ডিয়েগো চিরন্তন। আমি তার সঙ্গে যেসব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা মনের মধ্যে রেখে দেব। তার পরিবার এবং বন্ধুবান্ধবকে সমবেদনা জানাচ্ছি।’
ভক্তদের কাঁদিয়ে বুধবার হার্ট অ্যাটাকে মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
শেয়ার করুন