তুমি আমার একমাত্র সুপারস্টার: মাশরাফী
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০৩:০৫
মাশরাফী বিন মোর্ত্তজা আর্জেন্টিনার ফুটবলের ভক্ত। অন্ধ ভক্ত তিনি ডিয়েগো ম্যারাডোনার। মাশরাফীর কথায়, ম্যারাডোনা তার এক মাত্র সুপারস্টার।
নিজের সেই সুপারস্টারের বিদায়ে শোকে কাতর মাশরাফী।
ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে ফেইসবুকে মাশরাফী লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না।’
ম্যারাডোনাকে কখনো সামনে থেকে দেখতে না পাওয়ার আক্ষেপও ঝরেছে মাশরাফীর কণ্ঠে, ‘ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।’
আরো লিখেছেন, ‘তোমার বা পায়ের আঁকা নিখুঁত গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর। দি ড্রিবলিং মাস্টার, ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা।’
বুধবার হার্ট অ্যাটাকে মারা গেছেন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০৩:০৫

মাশরাফী বিন মোর্ত্তজা আর্জেন্টিনার ফুটবলের ভক্ত। অন্ধ ভক্ত তিনি ডিয়েগো ম্যারাডোনার। মাশরাফীর কথায়, ম্যারাডোনা তার এক মাত্র সুপারস্টার।
নিজের সেই সুপারস্টারের বিদায়ে শোকে কাতর মাশরাফী।
ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে ফেইসবুকে মাশরাফী লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না।’
ম্যারাডোনাকে কখনো সামনে থেকে দেখতে না পাওয়ার আক্ষেপও ঝরেছে মাশরাফীর কণ্ঠে, ‘ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।’
আরো লিখেছেন, ‘তোমার বা পায়ের আঁকা নিখুঁত গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর। দি ড্রিবলিং মাস্টার, ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা।’
বুধবার হার্ট অ্যাটাকে মারা গেছেন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
শেয়ার করুন