‘একটা শেষ হাততালি তার পাওনা’
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ১৭:১৭
বিশ্ব ফুটবলের কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। দেশটির বিভিন্ন শহরের মোড়ে মাড়ে বুধবার রাত থেকে অবস্থান নিয়েছে নগরবাসী। তারা সমবেত হয়ে হাততালি দিচ্ছে আর ম্যারাডোনার নামে গান গাইছে।
শেষ বিদায়ের প্রস্তুতি হিসেবে ম্যারাডোনার মরদেহ তিন দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট দফতর কাসা রোসাদায় থাকবে। সেখানে ইতিমধ্যে চলছে ধোয়া-মোছার কাজ। করোনার কারণে এতদিন বন্ধ থাকা প্রাসাদের ফটক খুলছে ম্যারাডোনার কারণে।
প্রেসিডেন্টের মুখপাত্র মারিও আক বার্তা সংস্থা এএফপিকে জানান, সর্বস্তরের মানুষ যাতে ফুটবলের মহানায়ককে শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য কাসা রোসাদা প্রাসাদে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাখা হবে কফিন।
এ ছাড়া আর্জেন্টিনার জুনিয়ার স্টেডিয়াম, যেটি ম্যারাডোনার নামে নাম করা, সেখানে প্রায় এক হাজার মানুষ তালি দিয়ে ও গান গেয়ে ম্যারাডোনাকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছে।
ম্যারাডোনা ক্লাব বোকা জুনিয়রস স্টেডিয়ামেও তাকে নিয়ে যাওয়া হতে পারে। সেখানেও সমর্থকদের প্রস্তুতি চলছে।
তবে সবচেয়ে বড় জমায়েত হবে বুয়েনস আয়ারস এর ওবেলিসকে। সেখানে করোনা সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি থাকলেও হাজার হাজার সমর্থক ম্যারাডোনাকে বিদায় জানাবেন বলে ধারণা।
ইতালির নাপোলিতেও বুধবার রাত থেকে চলছে ম্যারাডোনা স্মরণ। সেখানে বিভিন্ন বয়সের নাগরিকরা কেউ কাঁদছেন, কেউ গাইছেন তাকে স্মরণ করে।
সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ইভেন্ট, রাত ১০টায় ১০ নম্বর জার্সির স্মরণে তারা হাততালি দেওয়ার।
ম্যারাডোনার সমর্থকরা বলছেন, শেষ একটা হাততালি তার পাওনা।
বুধবার আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের তিগ্রা শহরে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ম্যারাডোনার।
সেখান থেকে ওই দিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তার মরদেহ প্রদেশটির সান ফেরনান্দো শহরের মর্গে পাঠানো হয়।
এর আগে পাবলিক প্রসিকিউটর জন ব্রোইয়ার্ড বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে।’
ম্যারাডোনার সম্মানে তিন দিন জাতীয় শোকের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফেরনান্দেস।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ১৭:১৭

বিশ্ব ফুটবলের কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। দেশটির বিভিন্ন শহরের মোড়ে মাড়ে বুধবার রাত থেকে অবস্থান নিয়েছে নগরবাসী। তারা সমবেত হয়ে হাততালি দিচ্ছে আর ম্যারাডোনার নামে গান গাইছে।
শেষ বিদায়ের প্রস্তুতি হিসেবে ম্যারাডোনার মরদেহ তিন দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট দফতর কাসা রোসাদায় থাকবে। সেখানে ইতিমধ্যে চলছে ধোয়া-মোছার কাজ। করোনার কারণে এতদিন বন্ধ থাকা প্রাসাদের ফটক খুলছে ম্যারাডোনার কারণে।
প্রেসিডেন্টের মুখপাত্র মারিও আক বার্তা সংস্থা এএফপিকে জানান, সর্বস্তরের মানুষ যাতে ফুটবলের মহানায়ককে শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য কাসা রোসাদা প্রাসাদে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাখা হবে কফিন।
এ ছাড়া আর্জেন্টিনার জুনিয়ার স্টেডিয়াম, যেটি ম্যারাডোনার নামে নাম করা, সেখানে প্রায় এক হাজার মানুষ তালি দিয়ে ও গান গেয়ে ম্যারাডোনাকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছে।
ম্যারাডোনা ক্লাব বোকা জুনিয়রস স্টেডিয়ামেও তাকে নিয়ে যাওয়া হতে পারে। সেখানেও সমর্থকদের প্রস্তুতি চলছে। তবে সবচেয়ে বড় জমায়েত হবে বুয়েনস আয়ারস এর ওবেলিসকে। সেখানে করোনা সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি থাকলেও হাজার হাজার সমর্থক ম্যারাডোনাকে বিদায় জানাবেন বলে ধারণা।
ইতালির নাপোলিতেও বুধবার রাত থেকে চলছে ম্যারাডোনা স্মরণ। সেখানে বিভিন্ন বয়সের নাগরিকরা কেউ কাঁদছেন, কেউ গাইছেন তাকে স্মরণ করে।
সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ইভেন্ট, রাত ১০টায় ১০ নম্বর জার্সির স্মরণে তারা হাততালি দেওয়ার। ম্যারাডোনার সমর্থকরা বলছেন, শেষ একটা হাততালি তার পাওনা।
বুধবার আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের তিগ্রা শহরে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ম্যারাডোনার। সেখান থেকে ওই দিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তার মরদেহ প্রদেশটির সান ফেরনান্দো শহরের মর্গে পাঠানো হয়।
এর আগে পাবলিক প্রসিকিউটর জন ব্রোইয়ার্ড বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে।’
ম্যারাডোনার সম্মানে তিন দিন জাতীয় শোকের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফেরনান্দেস।