ঢাকাকে উড়িয়ে শুরু চট্টগ্রামের
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ২১:২৪
ছবি: নাজমুল হক বাপ্পি
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের শুরুটা হলো উড়ন্ত। বেক্সিমকো ঢাকাকে মাত্র ৮৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয়ে আসর শুরু করল দলটি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৮৯ রানের লক্ষ্যটা ১০.৫ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। মুশফিকুর রহিমের ঢাকার এটি টানা দ্বিতীয় হার। এর আগে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ২ রানে হেরেছিল ঢাকা।
এদিন রাতের ম্যাচটিতে ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি চট্টগ্রামকে। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নিয়ে যান। উদ্বোধনী জুটিতে দুজন ৯.৪ ওভারে যোগ করেন ৭৯ রান। লিটন ব্যক্তিগত ৩৪ রানে ফিরলে এই জুটির পতন হয়।
নাসুম আহমেদের বলে বোল্ট হওয়ার আগে ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন লিটন। বাকি কাজটা মুমিনুল হককে নিয়ে শেষ করেন সৌম্য। ২৯ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন সৌম্য। মুমিনুল ৩ বলে ২ চারে অপরাজিত ৮ রান করেন।
এর আগে ব্যাটসম্যানরা ডুবিয়েছে ঢাকাকে। তাদের ৮৮ রানের মধ্যে ৪০ রানই ওপেনার মোহাম্মদ নাঈমের। অর্থাৎ বাকিরা মিলে করতে পেরেছেন ৪৮। এর মধ্যে ৯ আবার অতিরিক্ত। অর্থাৎ নাঈম বাদে বাকি ৯ জনের রানের যোগফল ৩৯। ২৩ বলে ৩টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান বাঁহাতি ওপেনার নাঈম।
নবম ওভারের শেষ বলে মোসাদ্দেক হোসেনের বলে বোল্ট হন নাঈম। ঠিক দুই বল আগেই ১৫ রান করা আকবর আলীকে বোল্ট করেছিলেন মোসাদ্দেক। বলতে গেলে এই ধাক্কাতেই চুরমার হয়ে যায় ঢাকা। ৩ উইকেটে ৬৫ রান থেকে গুটিয়ে যায় ৮৮-তে। অর্থাৎ ২৩ রান যোগ করতেই নেই শেষ ৭ উইকেট।
ঢাকার পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন মুক্তার আলী। শূন্য রানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান- মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আবু হায়দার ও রুবেল হোসেন। মুশফিক ডাক মেরেছেন। আবু হায়দার ও রুবেল যথাক্রমে খেলেছেন ২ ও ৩ বল। আর দশ বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিন নম্বরে নামা সাব্বির।
মোসাদ্দেক ছাড়াও চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজ রহমান ও তাইজুল ইসলাম। ১টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও সৌম্য সরকার। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বেক্সিমকো ঢাকা
৮৮/১০ (১৬.২ ওভার) (মোহাম্মদ নাঈম ৪০, আকবর আলী ১৫, মুক্তার আলী ১২; শরিফুল ২/১০, মোস্তাফিজ ২/১৩, মোসাদ্দেক ২/৯, তাইজুল ২/৩২)।
গাজী গ্রুপ চট্টগ্রাম
৯০/১ (১০.৫ ওভার) (লিটন দাস ৩৪, সৌম্য সরকার ৪৪*, মুমিনুল হক ৮*; নাসুম আহমেদ ১/৫)।
ফল: চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন সৈকত।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ২১:২৪

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের শুরুটা হলো উড়ন্ত। বেক্সিমকো ঢাকাকে মাত্র ৮৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয়ে আসর শুরু করল দলটি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৮৯ রানের লক্ষ্যটা ১০.৫ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। মুশফিকুর রহিমের ঢাকার এটি টানা দ্বিতীয় হার। এর আগে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ২ রানে হেরেছিল ঢাকা।
এদিন রাতের ম্যাচটিতে ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি চট্টগ্রামকে। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নিয়ে যান। উদ্বোধনী জুটিতে দুজন ৯.৪ ওভারে যোগ করেন ৭৯ রান। লিটন ব্যক্তিগত ৩৪ রানে ফিরলে এই জুটির পতন হয়।
নাসুম আহমেদের বলে বোল্ট হওয়ার আগে ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন লিটন। বাকি কাজটা মুমিনুল হককে নিয়ে শেষ করেন সৌম্য। ২৯ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন সৌম্য। মুমিনুল ৩ বলে ২ চারে অপরাজিত ৮ রান করেন।
এর আগে ব্যাটসম্যানরা ডুবিয়েছে ঢাকাকে। তাদের ৮৮ রানের মধ্যে ৪০ রানই ওপেনার মোহাম্মদ নাঈমের। অর্থাৎ বাকিরা মিলে করতে পেরেছেন ৪৮। এর মধ্যে ৯ আবার অতিরিক্ত। অর্থাৎ নাঈম বাদে বাকি ৯ জনের রানের যোগফল ৩৯। ২৩ বলে ৩টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান বাঁহাতি ওপেনার নাঈম।
নবম ওভারের শেষ বলে মোসাদ্দেক হোসেনের বলে বোল্ট হন নাঈম। ঠিক দুই বল আগেই ১৫ রান করা আকবর আলীকে বোল্ট করেছিলেন মোসাদ্দেক। বলতে গেলে এই ধাক্কাতেই চুরমার হয়ে যায় ঢাকা। ৩ উইকেটে ৬৫ রান থেকে গুটিয়ে যায় ৮৮-তে। অর্থাৎ ২৩ রান যোগ করতেই নেই শেষ ৭ উইকেট।
ঢাকার পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন মুক্তার আলী। শূন্য রানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান- মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আবু হায়দার ও রুবেল হোসেন। মুশফিক ডাক মেরেছেন। আবু হায়দার ও রুবেল যথাক্রমে খেলেছেন ২ ও ৩ বল। আর দশ বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিন নম্বরে নামা সাব্বির।
মোসাদ্দেক ছাড়াও চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজ রহমান ও তাইজুল ইসলাম। ১টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও সৌম্য সরকার। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বেক্সিমকো ঢাকা
৮৮/১০ (১৬.২ ওভার) (মোহাম্মদ নাঈম ৪০, আকবর আলী ১৫, মুক্তার আলী ১২; শরিফুল ২/১০, মোস্তাফিজ ২/১৩, মোসাদ্দেক ২/৯, তাইজুল ২/৩২)।
গাজী গ্রুপ চট্টগ্রাম
৯০/১ (১০.৫ ওভার) (লিটন দাস ৩৪, সৌম্য সরকার ৪৪*, মুমিনুল হক ৮*; নাসুম আহমেদ ১/৫)।
ফল: চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন সৈকত।