ম্যারাডোনার সেরা ৫ গোল (ভিডিও)
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ২৩:১৭
ফাইল ছবি
ডিয়েগো ম্যারাডোনা চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু সত্যিই একজন ম্যারাডোনার কী মৃত্যু হলো? ফুটবলের এই বরপুত্র নিজ ক্যারিয়ারে যা করে গেছেন, তাতে ফুটবল যত দিন থাকবে নিশ্চিত ততদিন মানুষের হৃদয়ে থেকে যাবেন তিনি।
আর্জেন্টিনার এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে যেভাবে সবার ম্যারাডোনা হয়েছিলেন, আগামীতেও হয়তো একইভাবে থেকে যাবেন। সেটা তার ফুটবল শৈলীর কারণেই। যুগ যুগ ধরে মুগ্ধ করে যাবে আগামী প্রজন্মকে। শুধু মাত্র তার গোল করার দক্ষতা দেখলেই চোখ জুড়াবে।
ম্যারাডোনার ক্যারিয়ারের অসংখ্য গোলের মধ্যে থেকে সেরা ৫ গোলের ভিডিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা।
কিংবদন্তির প্রয়াণে আরেকবার দেখে নেওয়া যাক সেই গোলগুলো:
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ২৩:১৭

ফাইল ছবি
ডিয়েগো ম্যারাডোনা চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু সত্যিই একজন ম্যারাডোনার কী মৃত্যু হলো? ফুটবলের এই বরপুত্র নিজ ক্যারিয়ারে যা করে গেছেন, তাতে ফুটবল যত দিন থাকবে নিশ্চিত ততদিন মানুষের হৃদয়ে থেকে যাবেন তিনি।
আর্জেন্টিনার এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে যেভাবে সবার ম্যারাডোনা হয়েছিলেন, আগামীতেও হয়তো একইভাবে থেকে যাবেন। সেটা তার ফুটবল শৈলীর কারণেই। যুগ যুগ ধরে মুগ্ধ করে যাবে আগামী প্রজন্মকে। শুধু মাত্র তার গোল করার দক্ষতা দেখলেই চোখ জুড়াবে।
ম্যারাডোনার ক্যারিয়ারের অসংখ্য গোলের মধ্যে থেকে সেরা ৫ গোলের ভিডিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা।
কিংবদন্তির প্রয়াণে আরেকবার দেখে নেওয়া যাক সেই গোলগুলো:
শেয়ার করুন