আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার শেষ গোল (ভিডিও)
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২০ ১৯:১৬
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ডিয়েগো ম্যারাডোনার শেষ গোলটি ছিল ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। ডি গ্রুপে গ্রিসের বিপক্ষে ম্যাচে দেশের হয়ে শেষ গোলটি করেছিলেন ম্যারাডোনা।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন চির নিদ্রায় শুয়ে আছেন। গত বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি ফুটবলার। বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বেল্লা ভিস্তায় মা–বাবার পাশেই সমাহিত করা হয় তাকে।
কিন্তু একজন ম্যারাডোনাকে কি আর ভুলতে পারছেন তার ভক্তরা! বিশ্ব ফুটবলকেই যে আপন আলপনায় রাঙিয়ে গেছেন তিনি। তার অসাধারণ ফুটবল স্কিল, মাঠে করা অবিশ্বাস্য সব কীর্তিই আসলে অমর করে রাখবে তাকে।
গ্রিসের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে করা তার শেষ গোলটাও চোখে লেগে থাকার মতো ছিল। সে বছর ২১ জুন অনুষ্ঠিত ম্যাচটি ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। গ্যাব্রিয়েল বাতিস্তুতা হ্যাটট্রিক করেছিলেন। ম্যারডোনা ৬০ মিনিটে নিজের গোলটি করেন।
ডিবক্সের ওপর থেকে বাঁ-পায়ে দূর পাল্লার শটে করেছিলেন গোলটি। সেদিন তার উদ্যাপনটাও ছিল মনে রাখার মতো। পরে অবশ্য সেই উদ্যাপন ঘিরে সন্দেহ দানা বাঁধে। ডোপ টেস্টে অকৃতকার্য হয়ে বহিষ্কৃত হন ম্যারাডোনা। শেষ হয়ে যায় তার বিশ্বকাপ মিশন।
ম্যারাডোনা সেদিন ৮৩ মিনিটে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন এরিয়েল অর্তেগা।
গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস এফসির সাপোর্টার ছিলেন ম্যারাডোনা। আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ গোলটি যে মাঠে করেছিলেন, ২০০৫ সালে সেই জর্জিওস ক্যারাইস্কাকিস স্টেডিয়ামেও গিয়েছিলেন। হাজার হাজার দর্শকের সামনে বলেছিলেন গ্রিস দীর্ঘজীবী হোক। অলিম্পিয়াকোস দীর্ঘজীবী হোক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২০ ১৯:১৬

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ডিয়েগো ম্যারাডোনার শেষ গোলটি ছিল ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। ডি গ্রুপে গ্রিসের বিপক্ষে ম্যাচে দেশের হয়ে শেষ গোলটি করেছিলেন ম্যারাডোনা।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন চির নিদ্রায় শুয়ে আছেন। গত বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি ফুটবলার। বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বেল্লা ভিস্তায় মা–বাবার পাশেই সমাহিত করা হয় তাকে।
কিন্তু একজন ম্যারাডোনাকে কি আর ভুলতে পারছেন তার ভক্তরা! বিশ্ব ফুটবলকেই যে আপন আলপনায় রাঙিয়ে গেছেন তিনি। তার অসাধারণ ফুটবল স্কিল, মাঠে করা অবিশ্বাস্য সব কীর্তিই আসলে অমর করে রাখবে তাকে।
গ্রিসের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে করা তার শেষ গোলটাও চোখে লেগে থাকার মতো ছিল। সে বছর ২১ জুন অনুষ্ঠিত ম্যাচটি ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। গ্যাব্রিয়েল বাতিস্তুতা হ্যাটট্রিক করেছিলেন। ম্যারডোনা ৬০ মিনিটে নিজের গোলটি করেন।
ডিবক্সের ওপর থেকে বাঁ-পায়ে দূর পাল্লার শটে করেছিলেন গোলটি। সেদিন তার উদ্যাপনটাও ছিল মনে রাখার মতো। পরে অবশ্য সেই উদ্যাপন ঘিরে সন্দেহ দানা বাঁধে। ডোপ টেস্টে অকৃতকার্য হয়ে বহিষ্কৃত হন ম্যারাডোনা। শেষ হয়ে যায় তার বিশ্বকাপ মিশন।
ম্যারাডোনা সেদিন ৮৩ মিনিটে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন এরিয়েল অর্তেগা।
গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস এফসির সাপোর্টার ছিলেন ম্যারাডোনা। আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ গোলটি যে মাঠে করেছিলেন, ২০০৫ সালে সেই জর্জিওস ক্যারাইস্কাকিস স্টেডিয়ামেও গিয়েছিলেন। হাজার হাজার দর্শকের সামনে বলেছিলেন গ্রিস দীর্ঘজীবী হোক। অলিম্পিয়াকোস দীর্ঘজীবী হোক।