বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
হাসল তামিমের ব্যাট, উড়ল বরিশাল
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২০ ২১:৫৭
ছবি: নাজমুল হক বাপ্পি
কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। মিনিস্টার গ্রুপ রাজশাহীকে আটকে দিয়েছিল ১৩২ রানে। টি-টোয়েন্টিতে যে স্কোর নিয়ে মোটেও নির্ভার থেকে লড়ার উপায় নেই। পারেনি রাজশাহীও।
ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জ্বলে উঠলেন। তার ব্যাটে হার মানতে হলো রাজশাহীকে। তামিম পেলেন আসরের প্রথম ফিফটি, বরিশাল পেল প্রথম জয়।
শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে রবিশাল। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আসর শুরু করা রাজশাহীর এটি প্রথম হার।
তামিম খেলেছেন ৬১ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। ১০ চারের সঙ্গে মেরেছেন ২ ছক্কা। তাতে ১৩৩ রানের লক্ষ্যটা ১ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় বরিশাল। ম্যাচসেরাও হয়েছেন তামিম।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে ইনিংস উদ্বোধন করেছিলেন তামিম। মিরাজ মাত্র ১ রানে ফিরে গেলে পারভেজ হোসেন ইমন জুটি বাঁধেন তামিমের সঙ্গে। ইমন এদিনও চোখ ধাঁধানো কিছু শট খেলেছেন। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ করে ফিরে যান তিনি। এরপর তৌহিদ হৃদয় চার নম্বরে নেমে ২৪ বলে ১৭ রান করেন।
ইমনের সঙ্গে ৬১ ও হৃদয়ের সঙ্গে ৪৬ রানের জুটি হয়েছে তামিমের।
হৃদয় ফেরার পর আরো দুই উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল বরিশাল। আফিফ হোসেন ডাক মেরে ফিরে যান। ইরফার শুক্কুর ৭ বলে ৩ রান করে রান আউট হন। তবে অধিনায়ক তামিম নির্ভার থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন।
রাজশাহীর পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম।
এর আগে কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই আটকে যায় রাজশাহীর ইনিংস। রাব্বি নেন ৪ উইকেট, মিরাজ ২টি।
৬৩ রানে ৫ উইকেট হারিয়ে রাজশাহী ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে দলকে এগিয়ে নিতে থাকেন মেহেদি হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। তবে দুজনই শেষ পর্যন্ত খেলতে পারেননি। ষষ্ঠ উইকেটে ৬৫ রান যোগ করেন দুজন।
ফজলে রাব্বিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন তাসকিন। ৩২ বলে ৩ চারে ৩১ রান করেন রাব্বি। আর শেষ ওভারে বিপদজনক মেহেদিকে তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। মেহেদি ২৩ বলে ৩ ছক্কায় ৩৪ রান করেন।
তার আগে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন ভালো শুরুর আভাস দেন। অধিনায়ক শান্ত ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন ফিরে যান। এরপরই ছন্দ পতন দলটার।
একে একে রনি তালুকদার (৬), মোহাম্মদ আশরাফুল (৬), ইমন (২৪), নুরুল হাসান সোহান (০) ফিরে যান। তাতেই চাপে পড়ে যায় রাজশাহী। যেখান থেকে মেহেদি-রাব্বির লড়াইও দলকে ভালো পুঁজি এনে দিতে জন্য যথেষ্ট হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ রাজশাহী
১৩২/৯ (২০ ওভার) (শান্ত ২৪, ইমন ২৪, ফজলে রাব্বি ৩১, মেহেদি ৩৪; রাব্বি ৪/২১, মিরাজ ২/১৮)
ফরচুন বরিশাল
১৩৬/৫ (১৯ ওভার, লক্ষ্য ১৩৩) (তামিম ৭৭*, পারভেজ ইমন ২৩, তৌহিদ হৃদয় ১৭; মুকিদুল ২/২৭)
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২০ ২১:৫৭

কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। মিনিস্টার গ্রুপ রাজশাহীকে আটকে দিয়েছিল ১৩২ রানে। টি-টোয়েন্টিতে যে স্কোর নিয়ে মোটেও নির্ভার থেকে লড়ার উপায় নেই। পারেনি রাজশাহীও।
ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জ্বলে উঠলেন। তার ব্যাটে হার মানতে হলো রাজশাহীকে। তামিম পেলেন আসরের প্রথম ফিফটি, বরিশাল পেল প্রথম জয়।
শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে রবিশাল। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আসর শুরু করা রাজশাহীর এটি প্রথম হার।
তামিম খেলেছেন ৬১ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। ১০ চারের সঙ্গে মেরেছেন ২ ছক্কা। তাতে ১৩৩ রানের লক্ষ্যটা ১ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় বরিশাল। ম্যাচসেরাও হয়েছেন তামিম।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে ইনিংস উদ্বোধন করেছিলেন তামিম। মিরাজ মাত্র ১ রানে ফিরে গেলে পারভেজ হোসেন ইমন জুটি বাঁধেন তামিমের সঙ্গে। ইমন এদিনও চোখ ধাঁধানো কিছু শট খেলেছেন। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ করে ফিরে যান তিনি। এরপর তৌহিদ হৃদয় চার নম্বরে নেমে ২৪ বলে ১৭ রান করেন।
ইমনের সঙ্গে ৬১ ও হৃদয়ের সঙ্গে ৪৬ রানের জুটি হয়েছে তামিমের।
হৃদয় ফেরার পর আরো দুই উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল বরিশাল। আফিফ হোসেন ডাক মেরে ফিরে যান। ইরফার শুক্কুর ৭ বলে ৩ রান করে রান আউট হন। তবে অধিনায়ক তামিম নির্ভার থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন।
রাজশাহীর পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম।
এর আগে কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই আটকে যায় রাজশাহীর ইনিংস। রাব্বি নেন ৪ উইকেট, মিরাজ ২টি।
৬৩ রানে ৫ উইকেট হারিয়ে রাজশাহী ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে দলকে এগিয়ে নিতে থাকেন মেহেদি হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। তবে দুজনই শেষ পর্যন্ত খেলতে পারেননি। ষষ্ঠ উইকেটে ৬৫ রান যোগ করেন দুজন।
ফজলে রাব্বিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন তাসকিন। ৩২ বলে ৩ চারে ৩১ রান করেন রাব্বি। আর শেষ ওভারে বিপদজনক মেহেদিকে তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। মেহেদি ২৩ বলে ৩ ছক্কায় ৩৪ রান করেন।
তার আগে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন ভালো শুরুর আভাস দেন। অধিনায়ক শান্ত ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন ফিরে যান। এরপরই ছন্দ পতন দলটার।
একে একে রনি তালুকদার (৬), মোহাম্মদ আশরাফুল (৬), ইমন (২৪), নুরুল হাসান সোহান (০) ফিরে যান। তাতেই চাপে পড়ে যায় রাজশাহী। যেখান থেকে মেহেদি-রাব্বির লড়াইও দলকে ভালো পুঁজি এনে দিতে জন্য যথেষ্ট হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ রাজশাহী
১৩২/৯ (২০ ওভার) (শান্ত ২৪, ইমন ২৪, ফজলে রাব্বি ৩১, মেহেদি ৩৪; রাব্বি ৪/২১, মিরাজ ২/১৮)
ফরচুন বরিশাল
১৩৬/৫ (১৯ ওভার, লক্ষ্য ১৩৩) (তামিম ৭৭*, পারভেজ ইমন ২৩, তৌহিদ হৃদয় ১৭; মুকিদুল ২/২৭)
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।