অস্ট্রেলিয়ায় ভরাডুবি হবে ভারতের, বলছেন ভন
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২০ ২৩:০১
অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম ওয়ানডেতেই ৬৬ রানে হেরেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। বোলার বা ব্যাটসম্যানরা কেউই সেভাবে পারফর্ম করতে পারেননি। ভারতের প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করলেন, সফরে তিন ফরম্যাটেই ভারতকে হারাবে অস্ট্রেলিয়া।
সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এই ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ভন।
ম্যাচটিতে টস জিতে ব্যাটিং করতে নেমেছিল অজিরা। স্টিভেন স্মিথ এবং অ্যারন ফিঞ্চের শতরানে ভর করে পাহাড় সমান রান করে স্বাগতিকরা। ৬ উইকেটে ৩৭৪ রান করেছিল অজিরা।
৩৭৫ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস থামে ৮ উইকেটে ৩০৮ রানে।
তখনই টুইট করেছেন ভন। লিখেছেন, ‘আগে থেকেই বলছি, আমার ধারণা, এই সফরে সব ফরম্যাটেই ভারতকে পর্যুদস্ত করবে অস্ট্রেলিয়া।’
সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ৪টি টেস্ট খেলবে ভারত।
Early call ... I think Australia will beat India this tour in all formats convincingly ... #AUSvIND
— Michael Vaughan (@MichaelVaughan) November 27, 2020
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২০ ২৩:০১

অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম ওয়ানডেতেই ৬৬ রানে হেরেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। বোলার বা ব্যাটসম্যানরা কেউই সেভাবে পারফর্ম করতে পারেননি। ভারতের প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করলেন, সফরে তিন ফরম্যাটেই ভারতকে হারাবে অস্ট্রেলিয়া।
সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এই ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ভন।
ম্যাচটিতে টস জিতে ব্যাটিং করতে নেমেছিল অজিরা। স্টিভেন স্মিথ এবং অ্যারন ফিঞ্চের শতরানে ভর করে পাহাড় সমান রান করে স্বাগতিকরা। ৬ উইকেটে ৩৭৪ রান করেছিল অজিরা।
৩৭৫ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস থামে ৮ উইকেটে ৩০৮ রানে।
তখনই টুইট করেছেন ভন। লিখেছেন, ‘আগে থেকেই বলছি, আমার ধারণা, এই সফরে সব ফরম্যাটেই ভারতকে পর্যুদস্ত করবে অস্ট্রেলিয়া।’
সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ৪টি টেস্ট খেলবে ভারত।
Early call ... I think Australia will beat India this tour in all formats convincingly ... #AUSvIND
— Michael Vaughan (@MichaelVaughan) November 27, 2020