সিটির বড় জয়, লিভারপুলের হোঁচট
অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর, ২০২০ ০৩:১৩
ছবি: টুইটার
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটির দুই রকম দিন গেছে। রিয়াদ মাহরেজের দারুণ এক হ্যাটট্রিকে বার্নলির বিপক্ষে বড় জয় পেয়েছে পেপ গার্দিওলার সিটি।
অন্যদিকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে জয় তুলে নেয় সিটি। আর লিভারপুল ১-১ গোলে ড্র করে ব্রাইটনের মাঠে।
প্রিমিয়ার লিগে অবশ্য সিটির অবস্থা এবার মোটেও ভালো নয়। এদিনের জয়ের পরও যেমন টেবিলের অষ্টম স্থানে রয়েছে দলটি। ৯ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট সিটির।
এদিন বড় জয়ে মাহরেজের হ্যাটট্রিক ছাড়াও ১টি করে গোল করেছেন ফেররান তরেস ও বাঁজামাঁ মঁদি।
লিভারপুল নিজেদের ম্যাচে ৬০ মিনিটে লিড নিয়েছিল দিয়োগো জোতার গোলে। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল হজম করে বসে দলটি। পাসকাল গ্রস সমতা আনেন ব্রাইটনের পক্ষে।
ড্র করলেও আপাতত টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর, ২০২০ ০৩:১৩

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটির দুই রকম দিন গেছে। রিয়াদ মাহরেজের দারুণ এক হ্যাটট্রিকে বার্নলির বিপক্ষে বড় জয় পেয়েছে পেপ গার্দিওলার সিটি।
অন্যদিকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে জয় তুলে নেয় সিটি। আর লিভারপুল ১-১ গোলে ড্র করে ব্রাইটনের মাঠে।
প্রিমিয়ার লিগে অবশ্য সিটির অবস্থা এবার মোটেও ভালো নয়। এদিনের জয়ের পরও যেমন টেবিলের অষ্টম স্থানে রয়েছে দলটি। ৯ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট সিটির।
এদিন বড় জয়ে মাহরেজের হ্যাটট্রিক ছাড়াও ১টি করে গোল করেছেন ফেররান তরেস ও বাঁজামাঁ মঁদি।
লিভারপুল নিজেদের ম্যাচে ৬০ মিনিটে লিড নিয়েছিল দিয়োগো জোতার গোলে। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল হজম করে বসে দলটি। পাসকাল গ্রস সমতা আনেন ব্রাইটনের পক্ষে।
ড্র করলেও আপাতত টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম।