করোনা মুক্ত হয়ে কাতার যাচ্ছেন জেমি
অনলাইন ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২০ ০২:২৯
ফাইল ছবি
করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। সোমবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এই ইংলিশ কোচের। সুখবর পাওয়ার পর বুধবারই কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতার অবস্থান করছে। ৪ ডিসেম্বর বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
সেই ম্যাচের ডাগ আউটে জেমি থাকতে পারবেন কিনা সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। এমনিতে কাতারে গিয়ে তিন দিনের কোয়ারেন্টাইন করার নিয়ম। অর্থাৎ জেমি বুধবার কাতার পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করলে বাংলাদেশের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না। তাই জেমির কোয়ারেন্টিন পর্বটি কমিয়ে আনার চেষ্টা করা হবে বাফুফের পক্ষ থেকে।
নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের মাঝ পথে করোনা আক্রান্ত হন জেমি ডে। দ্বিতীয় ম্যাচটিতে ডাগ আউটে দাঁড়াতে পারেননি তিনি। পরে তাকে ঢাকায় রেখেই দল কাতারের বিমান ধরে। প্রধান কোচকে ছাড়াই সেখানে জাতীয় দলের অনুশীলন চলছে।
১৫ নভেম্বর করোনা আক্রান্ত হওয়ার পর সব মিলে চারবার কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন জেমি। অবশেষে পঞ্চমবারে মুক্তি মিলল তার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২০ ০২:২৯

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। সোমবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এই ইংলিশ কোচের। সুখবর পাওয়ার পর বুধবারই কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতার অবস্থান করছে। ৪ ডিসেম্বর বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
সেই ম্যাচের ডাগ আউটে জেমি থাকতে পারবেন কিনা সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। এমনিতে কাতারে গিয়ে তিন দিনের কোয়ারেন্টাইন করার নিয়ম। অর্থাৎ জেমি বুধবার কাতার পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করলে বাংলাদেশের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না। তাই জেমির কোয়ারেন্টিন পর্বটি কমিয়ে আনার চেষ্টা করা হবে বাফুফের পক্ষ থেকে।
নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের মাঝ পথে করোনা আক্রান্ত হন জেমি ডে। দ্বিতীয় ম্যাচটিতে ডাগ আউটে দাঁড়াতে পারেননি তিনি। পরে তাকে ঢাকায় রেখেই দল কাতারের বিমান ধরে। প্রধান কোচকে ছাড়াই সেখানে জাতীয় দলের অনুশীলন চলছে।
১৫ নভেম্বর করোনা আক্রান্ত হওয়ার পর সব মিলে চারবার কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন জেমি। অবশেষে পঞ্চমবারে মুক্তি মিলল তার।