একদিন পিছিয়ে শুক্রবার থেকে ক্যারিবীয়দের অনুশীলন
অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ২৩:১৯
ফাইল ছবি
বাংলাদেশে পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করার পর বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে সেটি একদিন পিছিয়ে শুক্রবার থেকে শুরু হবে।
ক্যারিবীয়দের অনুশীলন শুরু নিয়ে আসলে জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশে আসার পথে দলটি এই মুহূর্তে বিশ্বের করোনা প্রবণ দেশ যুক্তরাজ্যের হিথ্রো বিমান বন্দর ব্যবহার করেছে। তাতেই জটিলতা তৈরি হয়।
যুক্তরাজ্য থেকে কোন ব্যক্তি দেশে এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয় সরকার। তবে ক্যারিবীয়রা বিশেষ ছাড় পাচ্ছে।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলনের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পেয়েছি। যদিও বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলনের সূচি ছিল, এখন সেটা হচ্ছে না। তারা শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে।’
তবে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই সফরকরী দলকে অনুশীলনের বিশেষ অনুমতি দিচ্ছে সরকার। ইতিমধ্যে প্রথম দফার পরীক্ষায় ক্যারিবীয়দের সবার ফল নেগেটিভ এসেছে।
এখন দ্বিতীয় পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে দলটি। সবার ফল নেগেটিভ এলে শুক্রবার থেকে অনুশীলন শুরু করতে পারবে সফরকারীরা।
তবে অনুশীলনে তারা বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট স্টাফ কিংবা নেট বোলার পাবে না। সাত দিন পর তারা অনুশীলনের সব সুযোগ-সুবিধা পাবে।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ ক্রিকেট দল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ২৩:১৯

বাংলাদেশে পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করার পর বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে সেটি একদিন পিছিয়ে শুক্রবার থেকে শুরু হবে।
ক্যারিবীয়দের অনুশীলন শুরু নিয়ে আসলে জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশে আসার পথে দলটি এই মুহূর্তে বিশ্বের করোনা প্রবণ দেশ যুক্তরাজ্যের হিথ্রো বিমান বন্দর ব্যবহার করেছে। তাতেই জটিলতা তৈরি হয়।
যুক্তরাজ্য থেকে কোন ব্যক্তি দেশে এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয় সরকার। তবে ক্যারিবীয়রা বিশেষ ছাড় পাচ্ছে।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলনের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পেয়েছি। যদিও বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলনের সূচি ছিল, এখন সেটা হচ্ছে না। তারা শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে।’
তবে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই সফরকরী দলকে অনুশীলনের বিশেষ অনুমতি দিচ্ছে সরকার। ইতিমধ্যে প্রথম দফার পরীক্ষায় ক্যারিবীয়দের সবার ফল নেগেটিভ এসেছে।
এখন দ্বিতীয় পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে দলটি। সবার ফল নেগেটিভ এলে শুক্রবার থেকে অনুশীলন শুরু করতে পারবে সফরকারীরা।
তবে অনুশীলনে তারা বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট স্টাফ কিংবা নেট বোলার পাবে না। সাত দিন পর তারা অনুশীলনের সব সুযোগ-সুবিধা পাবে।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ ক্রিকেট দল।