সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২১ ২০:১৩
ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে বলে আশাবাদী দলের সিনিয়র ক্রিকেটার ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা খুবই পজিটিভ এই সিরিজের ব্যাপারে। ইনশা আল্লাহ, আমরা খুব ভালো ক্রিকেট খেলব… সিরিজ জিতব।’
২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়ানডে সিরিজের আগে এদিন নিজেদের মধ্যে ৪০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। বিকেএসপিতে তামিম একাদশকে ৫ উইকেটে হারায় মাহমুদউল্লাহ একাদশ।
মাহমুদউল্লাহ অপরাজিত ৫১ রান। নিজের ব্যাটিং নিয়ে ম্যাচ শেষে সন্তুষ্টির কথাই বলেছেন তিনি, ‘ব্যাটিং, আলহামদুলিল্লাহ… মাঝ সময়ে বেশ ভালো লেগেছে।’
তবে ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা আলো ছড়িয়েছেন বেশি। মাহমুদউল্লাহ একাদশের হয়ে ৬ ওভারে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। আল-আমিন হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। তামিম একাদশের হয়ে মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।
মাহমুদউল্লাহ বলছেন, ‘আমার মনে হয় বোলাররা খুব ভালো বোলিং করেছে। দুই দলের বোলাররাই খুব ভালো বোলিং করেছে। উইকেটে মনে হয় প্রথমদিকে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় অর্ধে কিছুটা ভালো হয়েছে উইকেট। সর্বোপরি বেশ ভালো প্র্যাকটিস হয়েছে।’
টস জিতে মাহমুদউল্লাহর বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দ্রুত উইকেট তুলে নেন তার দলের বোলাররা। এ জন্য সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। তার মতে দিনটি ছিল বোলারদের, ‘সার্বিকভাবে দুই দলের বোলাররাই ভালো বোলিং করেছে। আমার মনে হয় আজ বোলারদের দিন ছিল।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২১ ২০:১৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে বলে আশাবাদী দলের সিনিয়র ক্রিকেটার ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা খুবই পজিটিভ এই সিরিজের ব্যাপারে। ইনশা আল্লাহ, আমরা খুব ভালো ক্রিকেট খেলব… সিরিজ জিতব।’
২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়ানডে সিরিজের আগে এদিন নিজেদের মধ্যে ৪০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। বিকেএসপিতে তামিম একাদশকে ৫ উইকেটে হারায় মাহমুদউল্লাহ একাদশ।
মাহমুদউল্লাহ অপরাজিত ৫১ রান। নিজের ব্যাটিং নিয়ে ম্যাচ শেষে সন্তুষ্টির কথাই বলেছেন তিনি, ‘ব্যাটিং, আলহামদুলিল্লাহ… মাঝ সময়ে বেশ ভালো লেগেছে।’
তবে ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা আলো ছড়িয়েছেন বেশি। মাহমুদউল্লাহ একাদশের হয়ে ৬ ওভারে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। আল-আমিন হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। তামিম একাদশের হয়ে মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।
মাহমুদউল্লাহ বলছেন, ‘আমার মনে হয় বোলাররা খুব ভালো বোলিং করেছে। দুই দলের বোলাররাই খুব ভালো বোলিং করেছে। উইকেটে মনে হয় প্রথমদিকে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় অর্ধে কিছুটা ভালো হয়েছে উইকেট। সর্বোপরি বেশ ভালো প্র্যাকটিস হয়েছে।’
টস জিতে মাহমুদউল্লাহর বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দ্রুত উইকেট তুলে নেন তার দলের বোলাররা। এ জন্য সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। তার মতে দিনটি ছিল বোলারদের, ‘সার্বিকভাবে দুই দলের বোলাররাই ভালো বোলিং করেছে। আমার মনে হয় আজ বোলারদের দিন ছিল।’