বেসের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডের শক্ত ভিত
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:১৪
ডম বেস।
স্পিনার ডম বেসের ঘূর্ণিতে ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড। ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিকদের ইনিংস গুঁড়িয়ে দিলেন ২৩ বছর বয়সী ইংলিশ স্পিনার। পরে ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ড ছুটল বড় ইনিংসের পথে।
বৃহস্পতিবার গল টেস্টের প্রথম দিনেই অতিথিরা পেয়ে গেছে শক্ত ভিত। স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৬.১ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায়।
এরপর ইংলিশরা নিজেদের প্রথম ইনিংস শুরু করে। ১৭ রানে ২ উইকেট হারিয়ে বিপাকেই পড়েছিল দলটি। তবে জনি বেয়ারস্টো ও অধিনায়ক জো রুট দারুণ জুটি গড়ে তোলেন। আর কোনো উইকেট না হারিয়ে ১২৭ রানে দিন শেষ করে ইংলিশরা।
রুট ৬৬ ও বেয়ারস্টো ৪৭ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে এরই মধ্যে ১১০ রান যোগ করে ফেলেছেন তারা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যে সংগ্রহ গড়েছে তা গলে প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর। ৩ উইকেটে ৬৫ রান তুলে লাঞ্চে যাওয়া দলটা চা বিরতির আগেই গুটিয়ে যায়।
সর্বোচ্চ ২৮ রান এসেছে দিনেশ চান্ডিমলের ব্যাট থেকে। ২৭ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এ ছাড়া দাসুন শানাকা ২৩, কুশল পেরেরা ২০, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৯ রান করেন।
২৩ বছর বয়সী ইংলিশ অফ স্পিনার ১০.১ ওভার বল করে ৩০ রান খরচায় ৫ উইকেট নেন। স্টুয়ার্ট ব্রড ৯ ওভার বল করে ২০ রান খরচায় নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে ইংল্যান্ড ৮ রানে পিছিয়ে
শ্রীলঙ্কা ১৩৫: চান্ডিমাল ২৮, ম্যাথুস ২৭; বেস ৫-৩০, ব্রড ৩-২০
ইংল্যান্ড ১২৭-২: রুট ৬৬*, বেয়ারস্টো ৪৭*।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:১৪

স্পিনার ডম বেসের ঘূর্ণিতে ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড। ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিকদের ইনিংস গুঁড়িয়ে দিলেন ২৩ বছর বয়সী ইংলিশ স্পিনার। পরে ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ড ছুটল বড় ইনিংসের পথে।
বৃহস্পতিবার গল টেস্টের প্রথম দিনেই অতিথিরা পেয়ে গেছে শক্ত ভিত। স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৬.১ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায়।
এরপর ইংলিশরা নিজেদের প্রথম ইনিংস শুরু করে। ১৭ রানে ২ উইকেট হারিয়ে বিপাকেই পড়েছিল দলটি। তবে জনি বেয়ারস্টো ও অধিনায়ক জো রুট দারুণ জুটি গড়ে তোলেন। আর কোনো উইকেট না হারিয়ে ১২৭ রানে দিন শেষ করে ইংলিশরা।
রুট ৬৬ ও বেয়ারস্টো ৪৭ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে এরই মধ্যে ১১০ রান যোগ করে ফেলেছেন তারা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যে সংগ্রহ গড়েছে তা গলে প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর। ৩ উইকেটে ৬৫ রান তুলে লাঞ্চে যাওয়া দলটা চা বিরতির আগেই গুটিয়ে যায়।
সর্বোচ্চ ২৮ রান এসেছে দিনেশ চান্ডিমলের ব্যাট থেকে। ২৭ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এ ছাড়া দাসুন শানাকা ২৩, কুশল পেরেরা ২০, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৯ রান করেন।
২৩ বছর বয়সী ইংলিশ অফ স্পিনার ১০.১ ওভার বল করে ৩০ রান খরচায় ৫ উইকেট নেন। স্টুয়ার্ট ব্রড ৯ ওভার বল করে ২০ রান খরচায় নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে ইংল্যান্ড ৮ রানে পিছিয়ে
শ্রীলঙ্কা ১৩৫: চান্ডিমাল ২৮, ম্যাথুস ২৭; বেস ৫-৩০, ব্রড ৩-২০
ইংল্যান্ড ১২৭-২: রুট ৬৬*, বেয়ারস্টো ৪৭*।