অস্ট্রেলিয়ান ওপেনের আগে করোনায় আক্রান্ত মারে
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:৩৯
অ্যান্ডি মারে।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত হয়ে পড়লেন অ্যান্ডি মারে। সাবেক নম্বর ওয়ান তারকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৩৩ বছর বয়সী তারকা বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে যাওয়ার আগে করোনা পরীক্ষা করান। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে লন্ডনে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না এলে অস্ট্রেলিয়ার সরকার বাইরে থেকে আসা কোনো ব্যক্তিকেই দেশে প্রবেশের অনুমতি দেবে না। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরে ১২০০-র বেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে।
মেলবোর্ন পার্কে ৮ ফেব্রুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেইগ টেইলি জানান, করোনার জন্য গ্র্যান্ডস্ল্যাম আয়োজনে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন অ্যান্ডি মারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:৩৯

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত হয়ে পড়লেন অ্যান্ডি মারে। সাবেক নম্বর ওয়ান তারকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৩৩ বছর বয়সী তারকা বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে যাওয়ার আগে করোনা পরীক্ষা করান। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে লন্ডনে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না এলে অস্ট্রেলিয়ার সরকার বাইরে থেকে আসা কোনো ব্যক্তিকেই দেশে প্রবেশের অনুমতি দেবে না। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরে ১২০০-র বেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে।
মেলবোর্ন পার্কে ৮ ফেব্রুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেইগ টেইলি জানান, করোনার জন্য গ্র্যান্ডস্ল্যাম আয়োজনে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন অ্যান্ডি মারে।