উইন্ডিজ সিরিজে টাইগারদের স্পন্সর বেক্সিমকো
অনলাইন ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২১ ০১:৩৮
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে টাইগারদের স্পন্সর হিসেবে থাকবে বেক্সিমকো।
বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘দেশ ও দেশের বাইরে বেক্সিমকো একটি স্বনামধন্য ব্র্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যাদের দীর্ঘ দিনের গৌরবান্বিত অংশিদার ও সমর্থন রয়েছে। জাতীয় ক্রিকেট দলের টিম স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি।’
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ ক্রিকেট দল গত রবিবার ঢাকায় পৌঁছে। এরই মধ্যে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলন শুরু করেছে দলটি।
২০ জানুয়ারি মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি। তৃতীয় ম্যাচ চট্টগ্রামে, ২৫ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি বন্দরনগরিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২১ ০১:৩৮

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে টাইগারদের স্পন্সর হিসেবে থাকবে বেক্সিমকো।
বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘দেশ ও দেশের বাইরে বেক্সিমকো একটি স্বনামধন্য ব্র্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যাদের দীর্ঘ দিনের গৌরবান্বিত অংশিদার ও সমর্থন রয়েছে। জাতীয় ক্রিকেট দলের টিম স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি।’
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ ক্রিকেট দল গত রবিবার ঢাকায় পৌঁছে। এরই মধ্যে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলন শুরু করেছে দলটি।
২০ জানুয়ারি মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি। তৃতীয় ম্যাচ চট্টগ্রামে, ২৫ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি বন্দরনগরিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।