রুটের ডাবল সেঞ্চুরির পর থিরিমান্নের লড়াই
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২১ ২৩:৪২
লাহিরু থিরিমান্নের ব্যাটে গল টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যাওয়া দলটা শনিবার দ্বিতীয় ইনিংস শুরু করেছে। তৃতীয় দিন শেষ করেছে তারা ২ উইকেটে ১৫৬ রান তুলে। এখনো অবশ্য ইংলিশদের চেয়ে ১৩০ রানে পিছিয়ে দলটি।
জো রুটের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলে ৪২১ রান।
৪ উইকেটে ৩২০ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডের শেষ ব্যাট ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ব্যক্তিগত ২২৮ রানের ইনিংস খেলেন রুট। ইংলিশ অধিনায়কের এটি চতুর্থ ডাবল সেঞ্চুরি।
তবে অতিথি দলটি শেষ ৪৯ রান যোগ করতে ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায়। লঙ্কানদের পক্ষে দিলরুয়ান পেরেরা সর্বাধিক ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়ে। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন আসিথা ফার্নান্দো।
দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের শক্ত ভিত এনে দেন দুই ওপেনার কুশল পেরেরা ও লাহিরু থিরিমান্নে। ১০১ রান আসে উদ্বোধনী জুটিতে। ৬২ রান করে পেরেরা ফিরে যান স্যাম কারেনের শিকার হয়ে। ১৫ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন জ্যাক লিচ। পরে নাইটওয়াচ ম্যাচ হিসেবে নামেন এম্বুলদেনিয়ে।
৫ বল খেলে শূন্য রানে অপরাজিত তিনি। অন্যপ্রান্তে থিরিমান্নে অপরাজিত ৭৬ রানে। এখন পর্যন্ত ১৮৯ বলে ৬ চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিন শেষে
শ্রীলঙ্কা ১৩৫ (বেস ৫-৩০) এবং ১৫৬-২ (থিরিমান্নে ৭৬*, কুশল পেরেরা ৬২)
ইংল্যান্ড ৪২১ (রুট ২২৮, দিলরুয়ান পেরেরা ৪-১০৯)
শ্রীলঙ্কা ১৩০ রানে পিছিয়ে
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২১ ২৩:৪২

লাহিরু থিরিমান্নের ব্যাটে গল টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যাওয়া দলটা শনিবার দ্বিতীয় ইনিংস শুরু করেছে। তৃতীয় দিন শেষ করেছে তারা ২ উইকেটে ১৫৬ রান তুলে। এখনো অবশ্য ইংলিশদের চেয়ে ১৩০ রানে পিছিয়ে দলটি।
জো রুটের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলে ৪২১ রান।
৪ উইকেটে ৩২০ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডের শেষ ব্যাট ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ব্যক্তিগত ২২৮ রানের ইনিংস খেলেন রুট। ইংলিশ অধিনায়কের এটি চতুর্থ ডাবল সেঞ্চুরি।
তবে অতিথি দলটি শেষ ৪৯ রান যোগ করতে ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায়। লঙ্কানদের পক্ষে দিলরুয়ান পেরেরা সর্বাধিক ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়ে। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন আসিথা ফার্নান্দো।
দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের শক্ত ভিত এনে দেন দুই ওপেনার কুশল পেরেরা ও লাহিরু থিরিমান্নে। ১০১ রান আসে উদ্বোধনী জুটিতে। ৬২ রান করে পেরেরা ফিরে যান স্যাম কারেনের শিকার হয়ে। ১৫ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন জ্যাক লিচ। পরে নাইটওয়াচ ম্যাচ হিসেবে নামেন এম্বুলদেনিয়ে।
৫ বল খেলে শূন্য রানে অপরাজিত তিনি। অন্যপ্রান্তে থিরিমান্নে অপরাজিত ৭৬ রানে। এখন পর্যন্ত ১৮৯ বলে ৬ চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিন শেষে
শ্রীলঙ্কা ১৩৫ (বেস ৫-৩০) এবং ১৫৬-২ (থিরিমান্নে ৭৬*, কুশল পেরেরা ৬২)
ইংল্যান্ড ৪২১ (রুট ২২৮, দিলরুয়ান পেরেরা ৪-১০৯)
শ্রীলঙ্কা ১৩০ রানে পিছিয়ে