বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২১
পুরো শক্তির দল আসলেও সমস্যা ছিল না: মেহেদি
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২১ ১৯:০৫
সাকিব আল হাসানের সঙ্গে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মেহেদি হাসান। ছবি: ফেইসবুক
একেবারেই নতুন চেহারার এক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। করোনা শঙ্কায় ১০জন তারকা ক্রিকেটার বাংলাদেশ খেলতে আসেননি। যেখানে রয়েছেন নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কিয়েরন পোলার্ডও। আরো দুজন আসেননি ব্যক্তিগত সমস্যায়। তাই উইন্ডিজ দলে তারুণ্যের ছড়াছড়ি। যাদের বিপক্ষে টাইগারদের কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা সবার।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া শেখ মেহেদি হাসান আত্মবিশ্বাসী নিজে ও দল হিসেবে এই দলের বিপক্ষে ভালো করার। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখতে নারাজ তিনি।
রবিবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি বলেন, ‘পুরো শক্তির দল আসলেও কোনো সমস্যা ছিল না। যেহেতু আমরা মেন্টালি স্ট্রং আছি। খেলায় কখনো ছোট করে দেখতে নেই, সে যে টিমই হোক। ছোট আর বড় টিম নেই, দিন শেষে যে ভালো করবে তারাই রেজাল্ট করতে পারবে।’
২৬ বছর বয়সী মেহেদি দেশের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক। তিন বছর পর ওয়ানডে অভিষেকের হাতছানি তার সামনে।
মেহেদি বেশ রোমাঞ্চিত, ‘পরিশ্রম করে আসছি বাংলাদেশ টিমে খেলার জন্য। প্রথমে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, এখন ওয়ানডেতে সুযোগ। আলহামদুলিল্লাহ।’
একাদশে সুযোগ পেলে সেরাটা মেলে ধরতে প্রত্যয়ী মেহেদি, ‘যদি সেরা একাদশে সুযোগ হয়, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা অবশ্যই থাকবে। যেহেতু আমি বোলিং-ব্যাটিং করতে পারি, যেখানে সুযোগ আসে চেষ্টা করব কাজে লাগানোর। যেহেতু অলরাউন্ডার, চেষ্টা থাকবে তিন জায়গাতেই ভালো করার। আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা থাকবে।’
তবে স্পিনিং অলরাউন্ডার হিসেবে একাদশে স্থায়ী হওয়া বেশ চ্যালেঞ্জিং। সাকিব আল হাসান ফিরেছেন। মেহেদি হাসান মিরাজও আছেন ওয়ানডেতে স্থায়ী হওয়ার লড়াইয়ে। সুযোগ পেলে দলে মেহেদির ভূমিকা হবে লোয়ার মিডল অর্ডারে চাহিদা মেটানো। সঙ্গে বোলিং তো আছেই। সব মিলে চাপ অনুভব হওয়ারই কথা।
তবে মেহেদি চাপ শব্দটাকে উড়িয়ে দিলেন। নিজের ও দলের দিক থেকেই বললেন, ‘এটা চাপ হবে কেন। যেহেতু আমরা ক্রিকেট প্লেয়ার, চাপ নেওয়ার কিছু নেই। আমরা হার্ড ওয়ার্ক করছি, চেষ্টা করছি। ম্যাচের বাইরে চাপ তেমন আসে না।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২১ ১৯:০৫

একেবারেই নতুন চেহারার এক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। করোনা শঙ্কায় ১০জন তারকা ক্রিকেটার বাংলাদেশ খেলতে আসেননি। যেখানে রয়েছেন নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কিয়েরন পোলার্ডও। আরো দুজন আসেননি ব্যক্তিগত সমস্যায়। তাই উইন্ডিজ দলে তারুণ্যের ছড়াছড়ি। যাদের বিপক্ষে টাইগারদের কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা সবার।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া শেখ মেহেদি হাসান আত্মবিশ্বাসী নিজে ও দল হিসেবে এই দলের বিপক্ষে ভালো করার। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখতে নারাজ তিনি।
রবিবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি বলেন, ‘পুরো শক্তির দল আসলেও কোনো সমস্যা ছিল না। যেহেতু আমরা মেন্টালি স্ট্রং আছি। খেলায় কখনো ছোট করে দেখতে নেই, সে যে টিমই হোক। ছোট আর বড় টিম নেই, দিন শেষে যে ভালো করবে তারাই রেজাল্ট করতে পারবে।’
২৬ বছর বয়সী মেহেদি দেশের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক। তিন বছর পর ওয়ানডে অভিষেকের হাতছানি তার সামনে।
মেহেদি বেশ রোমাঞ্চিত, ‘পরিশ্রম করে আসছি বাংলাদেশ টিমে খেলার জন্য। প্রথমে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, এখন ওয়ানডেতে সুযোগ। আলহামদুলিল্লাহ।’
একাদশে সুযোগ পেলে সেরাটা মেলে ধরতে প্রত্যয়ী মেহেদি, ‘যদি সেরা একাদশে সুযোগ হয়, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা অবশ্যই থাকবে। যেহেতু আমি বোলিং-ব্যাটিং করতে পারি, যেখানে সুযোগ আসে চেষ্টা করব কাজে লাগানোর। যেহেতু অলরাউন্ডার, চেষ্টা থাকবে তিন জায়গাতেই ভালো করার। আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা থাকবে।’
তবে স্পিনিং অলরাউন্ডার হিসেবে একাদশে স্থায়ী হওয়া বেশ চ্যালেঞ্জিং। সাকিব আল হাসান ফিরেছেন। মেহেদি হাসান মিরাজও আছেন ওয়ানডেতে স্থায়ী হওয়ার লড়াইয়ে। সুযোগ পেলে দলে মেহেদির ভূমিকা হবে লোয়ার মিডল অর্ডারে চাহিদা মেটানো। সঙ্গে বোলিং তো আছেই। সব মিলে চাপ অনুভব হওয়ারই কথা।
তবে মেহেদি চাপ শব্দটাকে উড়িয়ে দিলেন। নিজের ও দলের দিক থেকেই বললেন, ‘এটা চাপ হবে কেন। যেহেতু আমরা ক্রিকেট প্লেয়ার, চাপ নেওয়ার কিছু নেই। আমরা হার্ড ওয়ার্ক করছি, চেষ্টা করছি। ম্যাচের বাইরে চাপ তেমন আসে না।’