বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১
ফিফটি হলো না তামিমের
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১৭:১১
ছোট্ট লক্ষ্যে সাবধানী শুরু তামিম ইকবালের ব্যাটে। দলকে জয়ের পথে অনেকটা এগিয়েও দিলেন। তবে ফিফটির আশা জাগিয়েও পারলেন না বাংলাদেশ অধিনায়ক।
ব্যক্তিগত ৪৪ রানে ফিরলেন তামিম। ১২৩ রানের লক্ষে খেলতে নামা বাংলাদেশ ৮৩ রানে হারাল তৃতীয় উইকেট।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে লড়ছে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দলকে এনে দেন সাবধানী শুরু। তাতে সহজ জয়ে অনেকটাই এগিয়ে গেছে স্বাগতিকেরা।
লিটন অবশ্য ফিরে গেছেন জুটির ফিফটি হওয়ার আগে। ১৪তম ওভারে দলীয় ৪৭ রানে লিটনকে বোল্ড করে ফেরান আকিয়াল হোসেন।
৯ বলে ১ রান করে আকিয়াল হোসেনের বলে মিড উইকেটে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ হন শান্ত। এরপর তামিমের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাকিব আল হাসান। তামিম ফেরার পর সাকিবের সঙ্গে এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২৫ ওভার শেষে ৯৬/৩। সাকিব ১৪, মুশফিক ৫ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য আর ২৫ রান চাই টাইগারদের।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। সাকিব আল হাসান ও অভিষেক হওয়া হাসান মাহমুদের বোলিং তোপে ক্যারিবীয়রা ৩২.২ ওভারে ১২২ রানে গুটিয়ে যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১৭:১১

ছোট্ট লক্ষ্যে সাবধানী শুরু তামিম ইকবালের ব্যাটে। দলকে জয়ের পথে অনেকটা এগিয়েও দিলেন। তবে ফিফটির আশা জাগিয়েও পারলেন না বাংলাদেশ অধিনায়ক।
ব্যক্তিগত ৪৪ রানে ফিরলেন তামিম। ১২৩ রানের লক্ষে খেলতে নামা বাংলাদেশ ৮৩ রানে হারাল তৃতীয় উইকেট।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে লড়ছে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দলকে এনে দেন সাবধানী শুরু। তাতে সহজ জয়ে অনেকটাই এগিয়ে গেছে স্বাগতিকেরা।
লিটন অবশ্য ফিরে গেছেন জুটির ফিফটি হওয়ার আগে। ১৪তম ওভারে দলীয় ৪৭ রানে লিটনকে বোল্ড করে ফেরান আকিয়াল হোসেন।
৯ বলে ১ রান করে আকিয়াল হোসেনের বলে মিড উইকেটে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ হন শান্ত। এরপর তামিমের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাকিব আল হাসান। তামিম ফেরার পর সাকিবের সঙ্গে এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২৫ ওভার শেষে ৯৬/৩। সাকিব ১৪, মুশফিক ৫ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য আর ২৫ রান চাই টাইগারদের।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। সাকিব আল হাসান ও অভিষেক হওয়া হাসান মাহমুদের বোলিং তোপে ক্যারিবীয়রা ৩২.২ ওভারে ১২২ রানে গুটিয়ে যায়।