অধিনায়কের কণ্ঠে দলগত পারফরম্যান্সের প্রশংসা
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ২৩:৫৩
ছবি: বিসিবি
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে, দলগত পারফরম্যান্সের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, ‘আমরা খুবই ভালো বল করেছি। মোস্তাফিজ দারুণ শুরু করে। রুবেলের শুরুটাও ভালো ছিল। তরুণ পেসার হাসান মাহমুদ দারুণ বোলিং করেছে। স্পিনাররা ভালো করেছে। সাকিব-মিরাজ ভালো বল করেছে।’
অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে ৩২.৫ ওভারে ১২২ অলআউট করে দিয়ে বাংলাদেশের জয়কে সহজ করে ফেলেন বোলাররা। কিন্তু স্কোরবোর্ড দেখাচ্ছে, জয়টি সহজে আসেনি। একপর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে রান করতে লড়াই করতে হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদেরও।
ক্যারিবীয়দের তরুণ স্পিনার আকিল হোসেন অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছেন। ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। একপর্যায়ে এমনও মনে হয়েছে, স্কোরবোর্ডে আরো কিছু রান রাখতে পারলে জয়ের জন্য লড়াই করতে পারত ওয়েস্ট ইন্ডিজ।
তামিম বলেন, ‘এই উইকেট ব্যাট করা খুবই কঠিন ছিল। আক্রমণাত্মক শট খেলতে চাইলেও সেটি সম্ভব নয়। প্রথমদিকে আমি যখন উইকেট দেখেছি, ভেবেছিলাম এটি সত্যিই ভালো হবে। পুরো দিন কোনো রোদ ছিল না। তাই আপনি কাউকে দোষ দিতে পারেন না। এ ধরনের উইকেটে আপনি, দ্রুত রান ও আক্রমণাত্মক হতে পারবেন না।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ২৩:৫৩

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে, দলগত পারফরম্যান্সের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, ‘আমরা খুবই ভালো বল করেছি। মোস্তাফিজ দারুণ শুরু করে। রুবেলের শুরুটাও ভালো ছিল। তরুণ পেসার হাসান মাহমুদ দারুণ বোলিং করেছে। স্পিনাররা ভালো করেছে। সাকিব-মিরাজ ভালো বল করেছে।’
অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে ৩২.৫ ওভারে ১২২ অলআউট করে দিয়ে বাংলাদেশের জয়কে সহজ করে ফেলেন বোলাররা। কিন্তু স্কোরবোর্ড দেখাচ্ছে, জয়টি সহজে আসেনি। একপর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে রান করতে লড়াই করতে হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদেরও।
ক্যারিবীয়দের তরুণ স্পিনার আকিল হোসেন অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছেন। ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। একপর্যায়ে এমনও মনে হয়েছে, স্কোরবোর্ডে আরো কিছু রান রাখতে পারলে জয়ের জন্য লড়াই করতে পারত ওয়েস্ট ইন্ডিজ।
তামিম বলেন, ‘এই উইকেট ব্যাট করা খুবই কঠিন ছিল। আক্রমণাত্মক শট খেলতে চাইলেও সেটি সম্ভব নয়। প্রথমদিকে আমি যখন উইকেট দেখেছি, ভেবেছিলাম এটি সত্যিই ভালো হবে। পুরো দিন কোনো রোদ ছিল না। তাই আপনি কাউকে দোষ দিতে পারেন না। এ ধরনের উইকেটে আপনি, দ্রুত রান ও আক্রমণাত্মক হতে পারবেন না।’