মোস্তাফিজের ওভার ৫ বলেই শেষ করলেন আম্পায়ার!
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২১ ১৮:২৭
ছবি: নাজমুল হক বাপ্পি
ভুল হতেই পারে। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় ক্রিকেটও যখন এগিয়ে গেছে অনেক দূর, তখন ৫ বলেই কোনো বোলারের ওভার শেষ করা আম্পায়ারের বড় ভুলই।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এমন এক ভুলই করে বসলেন বাংলাদেশি আম্পায়ার গাজি সোহেল। মোস্তাফিজুর রহমানের ওভার ৫ বলেই শেষ ঘোষণা করলেন তিনি।
ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪০তম ওভারের। শুরুটা ভালোই করেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুটি বলে কোনো রান করতে পারেননি স্ট্রাইকে থাকা রোভম্যান পাওয়েল। তৃতীয় বলে আম্পায়ার গাজি সোহেল বলটি ফ্রন্ট ফুট নো বল ডাকলেন। এরপর ফ্রি হিট।
কিন্তু ফ্রি হিটে মোস্তাফিজ বলটি করেন ব্যাটসম্যান পাওয়েলের কোমর বরাবর। সেটিও নো বল ডাকতে হয় আম্পায়ারকে।
এরপর এলোমেলো হয়ে যায় হিসাব। পরের দুটি বল করার পরপরই আম্পায়ার সোহেল ওভার ঘোষণা করেন।
আম্পায়ার হিসেবে সোহেলের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নিজের অভিষেক ওয়ানডে ম্যাচে দায়িত্ব নিয়েই এমন ভুল করে বসলেন তিনি!
তবে ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। সর্বশেষ ২০১২ সালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ৫ বলের ওভার দেখা গিয়েছিল। অ্যাডিলেডের ওই ম্যাচে লাসিথ মালিঙ্গার করা ৩৮তম ওভারটি ৫ বলেই শেষ করে দেন দায়িত্বরত আম্পায়ার সিমন ফ্রাই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২১ ১৮:২৭

ভুল হতেই পারে। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় ক্রিকেটও যখন এগিয়ে গেছে অনেক দূর, তখন ৫ বলেই কোনো বোলারের ওভার শেষ করা আম্পায়ারের বড় ভুলই।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এমন এক ভুলই করে বসলেন বাংলাদেশি আম্পায়ার গাজি সোহেল। মোস্তাফিজুর রহমানের ওভার ৫ বলেই শেষ ঘোষণা করলেন তিনি।
ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪০তম ওভারের। শুরুটা ভালোই করেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুটি বলে কোনো রান করতে পারেননি স্ট্রাইকে থাকা রোভম্যান পাওয়েল। তৃতীয় বলে আম্পায়ার গাজি সোহেল বলটি ফ্রন্ট ফুট নো বল ডাকলেন। এরপর ফ্রি হিট।
কিন্তু ফ্রি হিটে মোস্তাফিজ বলটি করেন ব্যাটসম্যান পাওয়েলের কোমর বরাবর। সেটিও নো বল ডাকতে হয় আম্পায়ারকে।
এরপর এলোমেলো হয়ে যায় হিসাব। পরের দুটি বল করার পরপরই আম্পায়ার সোহেল ওভার ঘোষণা করেন।
আম্পায়ার হিসেবে সোহেলের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নিজের অভিষেক ওয়ানডে ম্যাচে দায়িত্ব নিয়েই এমন ভুল করে বসলেন তিনি!
তবে ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। সর্বশেষ ২০১২ সালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ৫ বলের ওভার দেখা গিয়েছিল। অ্যাডিলেডের ওই ম্যাচে লাসিথ মালিঙ্গার করা ৩৮তম ওভারটি ৫ বলেই শেষ করে দেন দায়িত্বরত আম্পায়ার সিমন ফ্রাই।