এক ভেন্যুতে আড়াই হাজার রান ও ১০০ উইকেটে প্রথম সাকিব
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২১ ১৯:১২
ছবি: নাজমুল হক বাপ্পি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৫০০ রান ও একই সঙ্গে ১০০ উইকেট হলো তার। আর তাতেই হলো ইতিহাস।
কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে ২৫০০ রান ও ১০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে ইতিহাসে সাকিবই প্রথম।
মিরপুরে এদিন নিজের ৮২তম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩৩ বছর বয়সী সাকিব। ব্যাট হাতে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলার পথে তার এই কীর্তি হয়েছে।
বাংলাদেশের ইনিংসের ২২তম ওভারে রেমন রেইফারকে বাউন্ডারি হাঁকিয়ে মিরপুরে নিজের ২৫০০ রান পূরণ করেন সাকিব।
৫০ বলে খেলা ৪৩ রানের ইনিংসটির পর মিরপুরে সাকিবের মোট রান এখন ২৫৩৪। ২১টি ফিফটির সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি।
মিরপুরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৮০ ম্যাচে তার রান ২৭১৩। ১৮টি ফিফটির সঙ্গে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
ব্যাটিংয়ের আগে বল হাতে নিয়েছে ২ উইকেট। তাতে মিরপুরে তার উইকেট সংখ্যা হয়ে গেছে ১১৯।
নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে ওয়াসিম আকরামকে ছোঁয়ার অপেক্ষা রয়েছেন সাকিব।
পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে নিয়েছেন ১২২ উইকেট। যা রেকর্ড।
শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি ৭ উইকেটে জিতেছে টাইগাররা। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে। ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২১ ১৯:১২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৫০০ রান ও একই সঙ্গে ১০০ উইকেট হলো তার। আর তাতেই হলো ইতিহাস।
কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে ২৫০০ রান ও ১০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে ইতিহাসে সাকিবই প্রথম।
মিরপুরে এদিন নিজের ৮২তম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩৩ বছর বয়সী সাকিব। ব্যাট হাতে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলার পথে তার এই কীর্তি হয়েছে।
বাংলাদেশের ইনিংসের ২২তম ওভারে রেমন রেইফারকে বাউন্ডারি হাঁকিয়ে মিরপুরে নিজের ২৫০০ রান পূরণ করেন সাকিব।
৫০ বলে খেলা ৪৩ রানের ইনিংসটির পর মিরপুরে সাকিবের মোট রান এখন ২৫৩৪। ২১টি ফিফটির সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি।
মিরপুরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৮০ ম্যাচে তার রান ২৭১৩। ১৮টি ফিফটির সঙ্গে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
ব্যাটিংয়ের আগে বল হাতে নিয়েছে ২ উইকেট। তাতে মিরপুরে তার উইকেট সংখ্যা হয়ে গেছে ১১৯।
নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে ওয়াসিম আকরামকে ছোঁয়ার অপেক্ষা রয়েছেন সাকিব।
পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে নিয়েছেন ১২২ উইকেট। যা রেকর্ড।
শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি ৭ উইকেটে জিতেছে টাইগাররা। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে। ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।