করোনা আক্রান্ত জিদান
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২১ ২১:১৯
জিনেদিন জিদান। ছবি: এএফপি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে ৪৮ বছর বয়সী জিদানের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
এমনিতে ফরাসি কিংবদন্তি জিদান রয়েছেন বেশ চাপে। মাঠে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে কোপা দেল রে থেকে ছিটকে গেছে দলটি। ধাক্কা কাটিয়ে ওঠার সময়ে কিনা আরেক ধাক্কা।
শনিবার আলাভেসের বিপক্ষে লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এর ঠিক একদিন আগে এলো জিদানের করোনা আক্রান্তের খবর।
এ মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনেও যেতে হয়েছিল জিদানকে। এ জন্য একটি অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২১ ২১:১৯

জিনেদিন জিদান। ছবি: এএফপি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে ৪৮ বছর বয়সী জিদানের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
এমনিতে ফরাসি কিংবদন্তি জিদান রয়েছেন বেশ চাপে। মাঠে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে কোপা দেল রে থেকে ছিটকে গেছে দলটি। ধাক্কা কাটিয়ে ওঠার সময়ে কিনা আরেক ধাক্কা।
শনিবার আলাভেসের বিপক্ষে লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এর ঠিক একদিন আগে এলো জিদানের করোনা আক্রান্তের খবর।
এ মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনেও যেতে হয়েছিল জিদানকে। এ জন্য একটি অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন তিনি।
শেয়ার করুন