মাশরাফীকে ছাড়িয়ে মুশফিক
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২১ ২০:২৫
মুশফিকুর রহিম। ছবি: বিসিবি
মাশরাফী বিন মোর্ত্তজার আরো একটি রেকর্ড নিজের করে নিলেন মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একটি রেকর্ডে মাশরাফীকে ছাড়িয়ে যান মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচে অভিজ্ঞ পেসারের আরেকটি রেকর্ড নিজের করে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তি এখন ৩৩ বছর বয়সী মুশফিকের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তার ক্যারিয়ারের ২২১তম। বাংলাদেশের হয়ে ২১৮ ম্যাচ খেলা মাশরাফী ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে খেলেন দুটি ওয়ানডে।
২০ মার্চ উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দেশের হয়ে মাশরাফীর ২১৮ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে যান মুশফিক। এবার ওয়ানডেতে তার ২২০ ম্যাচের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।
মাশরাফী ও মুশফিক ছাড়া বাংলাদেশের আর মাত্র দুজন ক্রিকেটার দুই শর বেশি ওয়ানডে খেলেছেন। তামিম খেলেছেন ২১০টি, সাকিব ২০৯টি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২১ ২০:২৫

মাশরাফী বিন মোর্ত্তজার আরো একটি রেকর্ড নিজের করে নিলেন মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একটি রেকর্ডে মাশরাফীকে ছাড়িয়ে যান মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচে অভিজ্ঞ পেসারের আরেকটি রেকর্ড নিজের করে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তি এখন ৩৩ বছর বয়সী মুশফিকের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তার ক্যারিয়ারের ২২১তম। বাংলাদেশের হয়ে ২১৮ ম্যাচ খেলা মাশরাফী ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে খেলেন দুটি ওয়ানডে।
২০ মার্চ উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দেশের হয়ে মাশরাফীর ২১৮ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে যান মুশফিক। এবার ওয়ানডেতে তার ২২০ ম্যাচের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।
মাশরাফী ও মুশফিক ছাড়া বাংলাদেশের আর মাত্র দুজন ক্রিকেটার দুই শর বেশি ওয়ানডে খেলেছেন। তামিম খেলেছেন ২১০টি, সাকিব ২০৯টি।