ল্যাম্পার্ডকে বরখাস্ত করল চেলসি
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২১ ২১:০৪
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করল চেলসি। ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর ১৮ মাসের মাথায় চাকরি হারালেন ইংল্যান্ড ও চেলসির সাবেক এই মিডফিল্ডার।
ক্লাব ক্যারিয়ারে দীর্ঘ ১৩ বছর চেলসিতে খেলেছেন ল্যাম্পার্ড। এ সময় দাপটের সঙ্গে সামলেছেন মাঝমাঠের গুরুদায়িত্ব। দেশ তথা ক্লাবকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য।
অবসরের পরে তিনি প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। তবে চেলসির কোচ হিসেবে সময়টা ভালো যাচ্ছিল না ল্যাম্পার্ডের। শেষ আটটা ম্যাচের পাঁচটাতে হারের মুখ দেখতে হয়েছিল তাকে। ফলস্বরূপ বরখাস্ত হতে হল চেলসির কোচের পদ থেকে।
ল্যাম্পার্ডের বদলি হিসেবে সদ্য পিএসজি থেকে ছাঁটাই হওয়া কোচ টমাস টুখেলকে কোচ করতে পারে চেলসি। এমনই গুঞ্জন চলছে। নেইমারদের কোচ হিসেবে চাকরি যাওয়ার পর জার্মান কোচ আপাতত কোথাও কোচিং করাচ্ছেন না। এ ছাড়া উঠে আসছে সাউদাম্পটনের রাল্ফ হ্যাসেনহাটন ও লিপজিগের জুলিয়ান নাগেলসম্যানের নাম।
২০২০ সালে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ল্যাম্পার্ড। গত মৌসুমে চেলসিকে প্রথম চারে রাখতে পেরেছিলেন তিনি।
এফএ কাপে গতকালই লিউটন টাউনের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে চেলসি। এরপরেও ল্যাম্পার্ডকে আর কোচ রাখল না ক্লাব কর্তৃপক্ষ ।
চলতি মৌসুমে বিপুল অর্থ খরচ করেছে ক্লাব। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি। এখন পর্যন্ত ইপিএলের পয়েন্ট টেবিলে ৯-এ আছে চেলসি। ১৯ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট তাদের। ৮টি জয়, ৫টি হার ও ৬টি ড্র এই পারফরম্যান্সের ফলেই অবশেষে কোপ পড়ল ল্যাম্পার্ডের ঘাড়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২১ ২১:০৪

ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করল চেলসি। ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর ১৮ মাসের মাথায় চাকরি হারালেন ইংল্যান্ড ও চেলসির সাবেক এই মিডফিল্ডার।
ক্লাব ক্যারিয়ারে দীর্ঘ ১৩ বছর চেলসিতে খেলেছেন ল্যাম্পার্ড। এ সময় দাপটের সঙ্গে সামলেছেন মাঝমাঠের গুরুদায়িত্ব। দেশ তথা ক্লাবকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য।
অবসরের পরে তিনি প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। তবে চেলসির কোচ হিসেবে সময়টা ভালো যাচ্ছিল না ল্যাম্পার্ডের। শেষ আটটা ম্যাচের পাঁচটাতে হারের মুখ দেখতে হয়েছিল তাকে। ফলস্বরূপ বরখাস্ত হতে হল চেলসির কোচের পদ থেকে।
ল্যাম্পার্ডের বদলি হিসেবে সদ্য পিএসজি থেকে ছাঁটাই হওয়া কোচ টমাস টুখেলকে কোচ করতে পারে চেলসি। এমনই গুঞ্জন চলছে। নেইমারদের কোচ হিসেবে চাকরি যাওয়ার পর জার্মান কোচ আপাতত কোথাও কোচিং করাচ্ছেন না। এ ছাড়া উঠে আসছে সাউদাম্পটনের রাল্ফ হ্যাসেনহাটন ও লিপজিগের জুলিয়ান নাগেলসম্যানের নাম।
২০২০ সালে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ল্যাম্পার্ড। গত মৌসুমে চেলসিকে প্রথম চারে রাখতে পেরেছিলেন তিনি।
এফএ কাপে গতকালই লিউটন টাউনের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে চেলসি। এরপরেও ল্যাম্পার্ডকে আর কোচ রাখল না ক্লাব কর্তৃপক্ষ ।
চলতি মৌসুমে বিপুল অর্থ খরচ করেছে ক্লাব। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি। এখন পর্যন্ত ইপিএলের পয়েন্ট টেবিলে ৯-এ আছে চেলসি। ১৯ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট তাদের। ৮টি জয়, ৫টি হার ও ৬টি ড্র এই পারফরম্যান্সের ফলেই অবশেষে কোপ পড়ল ল্যাম্পার্ডের ঘাড়ে।