আইপিএল বাধায় পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২১ ১৭:৪৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক সপ্তাহ পিছিয়ে গেছে।
আগামী ১০ জুন লর্ডসে ম্যাচটি হওয়ার কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী তা হবে ১৮ থেকে ২৩ জুনে।
ভারতের সংবাদ সংস্থা এএনআই লিখেছে, আইপিএল সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়াতে আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল বিবেচনায় ধরে নেয়া যায় ভারত ফাইনাল খেলবেই। ৪৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিরাট কোহলিরা, সিরিজ প্রতি জয়ের হিসাবে শতকরা পয়েন্ট ৭১.৭। ৪২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নিউজিল্যান্ড, শতকরা পয়েন্ট ৭০.০। শতকরা ৬৯.২ পয়েন্টে তিনে অস্ট্রেলিয়া, আর ৬৮.৭ পয়েন্টে চারে ইংল্যান্ড।
লর্ডসের ফাইনালের আগে ভারতের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ আছে অস্ট্রেলিয়ার। ফাইনালে খেলতে হলে নিজ নিজ সিরিজে জিততেই হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে।
যেহেতু ভারতের ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত, তাদের প্রস্তুতিতে বাধা হতে পারে আইপিএল। করোনার কারণে ২০২০ সালের আইপিএল অক্টোবরে হলেও ২০২১ সালে এপ্রিল-মে মাসেই হবে ১৪তম আইপিএল আসর।
সেই টুর্নামেন্ট খেলে ইংল্যান্ডে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা দলকে। কোয়ারেন্টাইন কাটিয়ে দলগুলো যেন পর্যাপ্ত প্রস্তুতি সারতে পারে সে জন্য পরিবর্তিত সূচি ঘোষণা করেছে আইসিসি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২১ ১৭:৪৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক সপ্তাহ পিছিয়ে গেছে।
আগামী ১০ জুন লর্ডসে ম্যাচটি হওয়ার কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী তা হবে ১৮ থেকে ২৩ জুনে।
ভারতের সংবাদ সংস্থা এএনআই লিখেছে, আইপিএল সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়াতে আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল বিবেচনায় ধরে নেয়া যায় ভারত ফাইনাল খেলবেই। ৪৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিরাট কোহলিরা, সিরিজ প্রতি জয়ের হিসাবে শতকরা পয়েন্ট ৭১.৭। ৪২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নিউজিল্যান্ড, শতকরা পয়েন্ট ৭০.০। শতকরা ৬৯.২ পয়েন্টে তিনে অস্ট্রেলিয়া, আর ৬৮.৭ পয়েন্টে চারে ইংল্যান্ড।
লর্ডসের ফাইনালের আগে ভারতের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ আছে অস্ট্রেলিয়ার। ফাইনালে খেলতে হলে নিজ নিজ সিরিজে জিততেই হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে।
যেহেতু ভারতের ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত, তাদের প্রস্তুতিতে বাধা হতে পারে আইপিএল। করোনার কারণে ২০২০ সালের আইপিএল অক্টোবরে হলেও ২০২১ সালে এপ্রিল-মে মাসেই হবে ১৪তম আইপিএল আসর।
সেই টুর্নামেন্ট খেলে ইংল্যান্ডে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা দলকে। কোয়ারেন্টাইন কাটিয়ে দলগুলো যেন পর্যাপ্ত প্রস্তুতি সারতে পারে সে জন্য পরিবর্তিত সূচি ঘোষণা করেছে আইসিসি।