চ্যাম্পিয়ন হয়েও সমস্যায় জকোভিচ
অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৫৯
নোভাক জকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েও সমস্যায় নোভাক জকোভিচ। পেশি ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু দিন মাঠের বাইরে কাটাতে হবে ৩৩ বছর বয়সী সার্বিয়ান তারকাকে।
রবিবার মেলবোর্ন পার্কে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দানিল মেদভেদের বিপক্ষে ৭-৫, ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন জকোভিচ। যা তার নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। আর সব মিলে ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
তবে জয় তুলে নেওয়ার পথে তৃতীয় রাউন্ডের ম্যাচেই চোট পান জকোভিচ। সেই চোট নিয়েই খেলতে থাকায় সমস্যা আরো বেড়েছে। জকোভিচ বলেন, ‘তৃতীয় রাউন্ডের ম্যাচের পর এমআরআই করেছিলাম। তারপর আবার করলাম। প্রথমে চোট যতটা ছিল, তার তুলনায় এখন আরো বেড়েছে। আমি কিছুদিন সময় নেব, এই চোট সারিয়েই ফিরব।’
অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে কোয়ারেন্টাইন শিথিল করার দাবি জানিয়েছিলেন জকোভিচ। তবে চ্যাম্পিয়ন হয়ে কোয়ারেন্টাইন নিয়ে প্রশংসার সুর শোনা গেছে টেনিস তারকার গলায়।
তিনি বলেন, ‘এটা দারুণ একটা অভিজ্ঞতা। আমি এটা মনে রাখব, আর এই কোয়ারেন্টাইনে ইতিবাচক দিক পেয়েছি। আমি অনেক কিছুই শিখেছি নিজের ব্যাপারে, শেষ পাঁচ-ছয় সপ্তাহে। আমার মনে হয় শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যা হয়েছে, তা আমার এই জয়কে আরও মধুর করে তুলেছে।’
নবম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সার্বিয়ায় ফিরে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন জকোভিচ। বলেন, ‘‘এর আগে আমি ডিস্কোতে বা নাইট ক্লাবে গিয়ে উদ্যাপন করতাম। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। তাই বাড়ির লোকের সঙ্গে উদ্যাপন করছি দিনটা।
খবর: আনন্দবাজার পত্রিকা
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৫৯

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েও সমস্যায় নোভাক জকোভিচ। পেশি ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু দিন মাঠের বাইরে কাটাতে হবে ৩৩ বছর বয়সী সার্বিয়ান তারকাকে।
রবিবার মেলবোর্ন পার্কে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দানিল মেদভেদের বিপক্ষে ৭-৫, ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন জকোভিচ। যা তার নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। আর সব মিলে ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
তবে জয় তুলে নেওয়ার পথে তৃতীয় রাউন্ডের ম্যাচেই চোট পান জকোভিচ। সেই চোট নিয়েই খেলতে থাকায় সমস্যা আরো বেড়েছে। জকোভিচ বলেন, ‘তৃতীয় রাউন্ডের ম্যাচের পর এমআরআই করেছিলাম। তারপর আবার করলাম। প্রথমে চোট যতটা ছিল, তার তুলনায় এখন আরো বেড়েছে। আমি কিছুদিন সময় নেব, এই চোট সারিয়েই ফিরব।’
অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে কোয়ারেন্টাইন শিথিল করার দাবি জানিয়েছিলেন জকোভিচ। তবে চ্যাম্পিয়ন হয়ে কোয়ারেন্টাইন নিয়ে প্রশংসার সুর শোনা গেছে টেনিস তারকার গলায়।
তিনি বলেন, ‘এটা দারুণ একটা অভিজ্ঞতা। আমি এটা মনে রাখব, আর এই কোয়ারেন্টাইনে ইতিবাচক দিক পেয়েছি। আমি অনেক কিছুই শিখেছি নিজের ব্যাপারে, শেষ পাঁচ-ছয় সপ্তাহে। আমার মনে হয় শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যা হয়েছে, তা আমার এই জয়কে আরও মধুর করে তুলেছে।’
নবম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সার্বিয়ায় ফিরে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন জকোভিচ। বলেন, ‘‘এর আগে আমি ডিস্কোতে বা নাইট ক্লাবে গিয়ে উদ্যাপন করতাম। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। তাই বাড়ির লোকের সঙ্গে উদ্যাপন করছি দিনটা।
খবর: আনন্দবাজার পত্রিকা