শেখ জামালকে রুখে দিল পুলিশ এফসি
অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৫৪
ছবি: বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবার দিনের দুটি খেলাই ড্র হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে রুখে দেয় পুলিশ এফসি। রোমাঞ্চে ঠাসা ম্যাচের স্কোর লাইন ৩-৩।
দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পয়েন্ট হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোল শূন্য ড্র হয় ম্যাচটি।
তিন তিনবার এগিয়ে গিয়েও পুলিশের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি শেখ জামাল। তিনবারই ম্যাচে সমতা ফেরায় পুলিশ। ৬ গোলের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
শেখ জামালের পক্ষে গোল তিনটি করেন- ওমর জোবে, ওতাবেক ও সলোমন কিং। পুলিশের পক্ষে গোল করেন মুরোলিমজন আখমেদভ, ফ্রেদেরিক পোদা এবং মাহবুব রহমান জুয়েল।
টানা চার ড্র করা শেখ জামাল ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে পুলিশ এফসি।
অন্যদিকে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ। আর চলতি লিগে এখনো জয়হীন ব্রাদার্স ২ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৫৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবার দিনের দুটি খেলাই ড্র হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে রুখে দেয় পুলিশ এফসি। রোমাঞ্চে ঠাসা ম্যাচের স্কোর লাইন ৩-৩।
দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পয়েন্ট হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোল শূন্য ড্র হয় ম্যাচটি।
তিন তিনবার এগিয়ে গিয়েও পুলিশের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি শেখ জামাল। তিনবারই ম্যাচে সমতা ফেরায় পুলিশ। ৬ গোলের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
শেখ জামালের পক্ষে গোল তিনটি করেন- ওমর জোবে, ওতাবেক ও সলোমন কিং। পুলিশের পক্ষে গোল করেন মুরোলিমজন আখমেদভ, ফ্রেদেরিক পোদা এবং মাহবুব রহমান জুয়েল।
টানা চার ড্র করা শেখ জামাল ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে পুলিশ এফসি।
অন্যদিকে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ। আর চলতি লিগে এখনো জয়হীন ব্রাদার্স ২ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে।