রহমতগঞ্জকে হারাল চট্টগ্রাম আবাহনী
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২২:২২
ছবি: বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চতুর্থ জয়ের স্বাদ পেল চট্টগ্রাম আবাহনী।
মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে বন্দরনগরীর দলটি।
প্রথমার্ধে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ আর দ্বিতীয়ার্ধে মান্নাফ রাব্বীর গোল করেন।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের দলটির অবস্থান ষষ্ঠ স্থানে। মোহামেডানের সংগ্রহও সমান ১৫। তবে কম ম্যাচ খেলার কারণে সাদা-কালোরা রয়েছে চট্টগ্রাম আবাহনীর ঠিক ওপরে।
অন্যদিকে নবম ম্যাচে রহমতগঞ্জের এটি পঞ্চম হার। দুই জয়, দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পুরান ঢাকার দলটি রয়েছে নবম স্থানে।
এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে লিগের দশম রাউন্ড। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ সমান ম্যাচে ২২।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২২:২২

ছবি: বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চতুর্থ জয়ের স্বাদ পেল চট্টগ্রাম আবাহনী।
মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে বন্দরনগরীর দলটি।
প্রথমার্ধে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ আর দ্বিতীয়ার্ধে মান্নাফ রাব্বীর গোল করেন।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের দলটির অবস্থান ষষ্ঠ স্থানে। মোহামেডানের সংগ্রহও সমান ১৫। তবে কম ম্যাচ খেলার কারণে সাদা-কালোরা রয়েছে চট্টগ্রাম আবাহনীর ঠিক ওপরে।
অন্যদিকে নবম ম্যাচে রহমতগঞ্জের এটি পঞ্চম হার। দুই জয়, দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পুরান ঢাকার দলটি রয়েছে নবম স্থানে।
এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে লিগের দশম রাউন্ড। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ সমান ম্যাচে ২২।
শেয়ার করুন