হ্যাডলি-স্টেইনকে পেছনে ফেললেন অশ্বিন
অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০২
রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টে ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে মাইলফলক ছুঁলেন তিনি।
বৃহস্পতিবার আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন জফরা আর্চারকে ফিরিয়ে ৪০০ উইকেটের ল্যান্ড মার্কে পৌঁছান অশ্বিন। পেছন ফেলেন স্যার রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইনকে। দুজনই যৌথভাবে এত দিন দ্বিতীয় স্থানে ছিলেন।
নিউজিল্যান্ড কিংবদন্তি হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার স্টেইনের ৪০০ উইকেট শিকারে লেগেছিল ৮০ টেস্ট। অশ্বিনের লাগল ৭৭ ম্যাচ।
৭২ টেস্টে ৪০০ উইকেট শিকার তরে তালিকার শীর্ষে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।
ভারতীয়দের মধ্যে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেট ক্লাবের সদস্য হলেন অশ্বিন। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) ও হরভজন সিং (৪১৭)।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০২

রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টে ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে মাইলফলক ছুঁলেন তিনি।
বৃহস্পতিবার আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন জফরা আর্চারকে ফিরিয়ে ৪০০ উইকেটের ল্যান্ড মার্কে পৌঁছান অশ্বিন। পেছন ফেলেন স্যার রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইনকে। দুজনই যৌথভাবে এত দিন দ্বিতীয় স্থানে ছিলেন।
নিউজিল্যান্ড কিংবদন্তি হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার স্টেইনের ৪০০ উইকেট শিকারে লেগেছিল ৮০ টেস্ট। অশ্বিনের লাগল ৭৭ ম্যাচ।
৭২ টেস্টে ৪০০ উইকেট শিকার তরে তালিকার শীর্ষে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।
ভারতীয়দের মধ্যে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেট ক্লাবের সদস্য হলেন অশ্বিন। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) ও হরভজন সিং (৪১৭)।
শেয়ার করুন