মুম্বাইয়ে করোনা বাড়ায় একাধিক শহরে আইপিএলের ভাবনা
অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১২
মুম্বাইয়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় একাধিক শহরে আইপিএলের আসন্ন আসর আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রথমে মুম্বাইয়ের পাশাপাশি মোতেরায় এবারের টুর্নামেন্ট আয়োজন করার কথা ভেবেছিল বিসিসিআই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের নামও মেগা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে উঠে আসছে।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ে করোনা ভাইরাসের দাপট বাড়ার জন্যই বিসিসিআই বিকল্প চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছে।
গত বছর করোনা সংক্রমণের জন্য আইপিএল প্রথমে পিছিয়ে গিয়েছিল। পরে তা চলে যায় ভারতের বাইরে। সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয়ে থেকে টুর্নামেন্ট খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা। এবার করোনার দাপট কমে আসায় মুম্বাই ও মোতেরাকে আইপিএলের সম্ভাব্য ভেন্যু ধরে এগিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণের ঘটনায় একাধিক শহরে টুর্নামেন্টের চিন্তাভাবনা করা হচ্ছে।
একাধিক কেন্দ্রে আইপিএল হলেও মোতেরায় হয়তো নকআউট পর্ব ও ফাইনাল হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১২

মুম্বাইয়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় একাধিক শহরে আইপিএলের আসন্ন আসর আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রথমে মুম্বাইয়ের পাশাপাশি মোতেরায় এবারের টুর্নামেন্ট আয়োজন করার কথা ভেবেছিল বিসিসিআই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের নামও মেগা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে উঠে আসছে।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ে করোনা ভাইরাসের দাপট বাড়ার জন্যই বিসিসিআই বিকল্প চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছে।
গত বছর করোনা সংক্রমণের জন্য আইপিএল প্রথমে পিছিয়ে গিয়েছিল। পরে তা চলে যায় ভারতের বাইরে। সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয়ে থেকে টুর্নামেন্ট খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা। এবার করোনার দাপট কমে আসায় মুম্বাই ও মোতেরাকে আইপিএলের সম্ভাব্য ভেন্যু ধরে এগিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণের ঘটনায় একাধিক শহরে টুর্নামেন্টের চিন্তাভাবনা করা হচ্ছে।
একাধিক কেন্দ্রে আইপিএল হলেও মোতেরায় হয়তো নকআউট পর্ব ও ফাইনাল হবে।