খেলবেন লারা-শচিনদের বিপক্ষে, রোমাঞ্চিত হকির মামুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:২২
বাংলাদেশ দল উড়ে গেছে ভারতে।
মামুন যাচ্ছেন রবিবার।
ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকারদের সঙ্গে একই টুর্নামেন্টে খেলাকে জীবনের বড় প্রাপ্তি মানছেন দেশের হকির সাবেক অধিনায়ক মামুন উর রশিদ।
৫ মার্চ ভারতের রায়পুরে শুরু হতে যাওয়া ‘রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ’ বা ‘লিজেন্ডস কাপ’- এ খেলবে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দল ‘বাংলাদেশ লিজেন্ডস’। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একজন অন্য খেলার সাবেক তারকা থাকবেন স্কোয়াডে।
সেই নিয়মেই বাংলাদেশের ১৪ সদস্যের দলটিতে রয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক হকি খেলোয়াড় মামুন।
সচেতনতামূলক এই টুর্নামেন্টে কিংবদন্তিদের মেলা বসবে। শচিন টেন্ডুলকার, বিরেন্দ্রর শেবাগ, ব্রায়ান লারা, তিলকরত্নে দিলশানসহ একঝাঁক তারকা খেলবেন আসরে।
স্বাভাবিকভাবেই এমন একটি আসরে খেলতে পারবেন বলে রোমাঞ্চিত মামুন। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলে কোচের পদে থাকা এই তারকা দেশ রূপান্তরকে বলেন, ‘এটা বিশাল বড় প্রাপ্তি, আমার জীবনের অন্যতম প্রাপ্তি। আমি নিজেও কখনো চিন্তা করিনি…। স্বাভাবিকভাবেই আমি খুব রোমাঞ্চিত।’
তাকে নির্বাচিত করায় মামুন ধন্যবাদ জানান সংশ্লিষ্টদের, ‘‘বাংলাদেশ লিজেন্ডস’ গ্রুপ আমাকে নির্বাচিত করেছে, এটা আমি খুব সম্মানিত বোধ করছি।’
শনিবারই বাংলাদেশ দল উড়ে গেছে ভারতে। তবে মামুন যাচ্ছেন রবিবার।
স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস নামে মোট ৬টি দল খেলবে টুর্নামেন্টে।
ভারতীয় দলে শচীন, শেবাগ, যুবরাজ, জহির খানদের মতো তারকা। ইংল্যান্ডের হয়ে খেলবেন কেভিন পিটারসন, মন্টি পানেসররা। উইন্ডিজ লিজেন্ডস দলে লারা ছাড়াও দেখা যাবে পেদ্রো কলিন্সদের।
শ্রীলঙ্কায় সনাথ জয়াসুরিয়া, দিলশান, রঙ্গনা হেরাথ, ফারভেজ মাহারুফরা রয়েছেন। দক্ষিণ আফ্রিকা দলে প্রতিনিধিত্ব করবেন জন্টি রোডস, মাখায় এনটিনির মতো কিংবদন্তি।
মামুন বলছেন, ‘যাদের কাছ থেকে সব সময় অনুপ্রেরণা নিয়েছি, এখন তাদের সঙ্গে খেলব, এটা আমার জন্য বিশাল ব্যাপার।’
কিন্তু খেলোয়াড়ি জীবনে হকি স্টিক হাতে বড় বড় প্রতিপক্ষকে রুখেছেন। ক্রিকেটে পারবেন তো?
মামুন হেসে বলেন, ‘ক্রিকেট ওই পর্যায়ে (স্বীকৃত ক্রিকেট) কখনো খেলেনি। মজা করে যেটা খেলা হয়, ওই টুকুই…। তবে একেবারে আনাড়ি তো আর হব না। আশা করি ভালো কিছুই হবে।’
যোগ করেন, ‘আর কিছু না পারি, ফিল্ডিংয়ে তো কিছু করতে পারব।’
খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদের নিয়ে গড়া বাংলাদেশ লিজেন্ডস দলকে নিয়ে বেশ আশাবাদী মামুন।
তার কথায়, ‘টিমটা ভালো। আমরা সবাই একদিন একসঙ্গে হয়েছিলাম। রফিক ভাই, পাইলট, গোল্লা (জাভেদ ওমর), হান্নান, শরীফরা আছেন। আমরা আশা করছি সেমিফাইনাল খেলতে পারব।’ টুর্নামেন্টের ফাইনাল ২১ মার্চ।
আরো পড়ুন:
Block your calendar for these dates!
The @Unacademy #RoadSafetyWorldSeries returns on 5th March 2021! ???? It's going to be action unlimited with legends coming together for the cause of #RoadSafety.
????️Get your tickets on https://t.co/Puc2pfX0VJ#YehJungHaiLegendary pic.twitter.com/Kt6PiGjugm
— Road Safety World Series (@RSWorldSeries) February 23, 2021
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:২২

ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকারদের সঙ্গে একই টুর্নামেন্টে খেলাকে জীবনের বড় প্রাপ্তি মানছেন দেশের হকির সাবেক অধিনায়ক মামুন উর রশিদ।
৫ মার্চ ভারতের রায়পুরে শুরু হতে যাওয়া ‘রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ’ বা ‘লিজেন্ডস কাপ’- এ খেলবে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দল ‘বাংলাদেশ লিজেন্ডস’। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একজন অন্য খেলার সাবেক তারকা থাকবেন স্কোয়াডে।
সেই নিয়মেই বাংলাদেশের ১৪ সদস্যের দলটিতে রয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক হকি খেলোয়াড় মামুন।
সচেতনতামূলক এই টুর্নামেন্টে কিংবদন্তিদের মেলা বসবে। শচিন টেন্ডুলকার, বিরেন্দ্রর শেবাগ, ব্রায়ান লারা, তিলকরত্নে দিলশানসহ একঝাঁক তারকা খেলবেন আসরে।
স্বাভাবিকভাবেই এমন একটি আসরে খেলতে পারবেন বলে রোমাঞ্চিত মামুন। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলে কোচের পদে থাকা এই তারকা দেশ রূপান্তরকে বলেন, ‘এটা বিশাল বড় প্রাপ্তি, আমার জীবনের অন্যতম প্রাপ্তি। আমি নিজেও কখনো চিন্তা করিনি…। স্বাভাবিকভাবেই আমি খুব রোমাঞ্চিত।’
তাকে নির্বাচিত করায় মামুন ধন্যবাদ জানান সংশ্লিষ্টদের, ‘‘বাংলাদেশ লিজেন্ডস’ গ্রুপ আমাকে নির্বাচিত করেছে, এটা আমি খুব সম্মানিত বোধ করছি।’
শনিবারই বাংলাদেশ দল উড়ে গেছে ভারতে। তবে মামুন যাচ্ছেন রবিবার।
স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস নামে মোট ৬টি দল খেলবে টুর্নামেন্টে।
ভারতীয় দলে শচীন, শেবাগ, যুবরাজ, জহির খানদের মতো তারকা। ইংল্যান্ডের হয়ে খেলবেন কেভিন পিটারসন, মন্টি পানেসররা। উইন্ডিজ লিজেন্ডস দলে লারা ছাড়াও দেখা যাবে পেদ্রো কলিন্সদের।
শ্রীলঙ্কায় সনাথ জয়াসুরিয়া, দিলশান, রঙ্গনা হেরাথ, ফারভেজ মাহারুফরা রয়েছেন। দক্ষিণ আফ্রিকা দলে প্রতিনিধিত্ব করবেন জন্টি রোডস, মাখায় এনটিনির মতো কিংবদন্তি।
মামুন বলছেন, ‘যাদের কাছ থেকে সব সময় অনুপ্রেরণা নিয়েছি, এখন তাদের সঙ্গে খেলব, এটা আমার জন্য বিশাল ব্যাপার।’
কিন্তু খেলোয়াড়ি জীবনে হকি স্টিক হাতে বড় বড় প্রতিপক্ষকে রুখেছেন। ক্রিকেটে পারবেন তো?
মামুন হেসে বলেন, ‘ক্রিকেট ওই পর্যায়ে (স্বীকৃত ক্রিকেট) কখনো খেলেনি। মজা করে যেটা খেলা হয়, ওই টুকুই…। তবে একেবারে আনাড়ি তো আর হব না। আশা করি ভালো কিছুই হবে।’
যোগ করেন, ‘আর কিছু না পারি, ফিল্ডিংয়ে তো কিছু করতে পারব।’
খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদের নিয়ে গড়া বাংলাদেশ লিজেন্ডস দলকে নিয়ে বেশ আশাবাদী মামুন।
তার কথায়, ‘টিমটা ভালো। আমরা সবাই একদিন একসঙ্গে হয়েছিলাম। রফিক ভাই, পাইলট, গোল্লা (জাভেদ ওমর), হান্নান, শরীফরা আছেন। আমরা আশা করছি সেমিফাইনাল খেলতে পারব।’ টুর্নামেন্টের ফাইনাল ২১ মার্চ।
আরো পড়ুন:
Block your calendar for these dates!
— Road Safety World Series (@RSWorldSeries) February 23, 2021
The @Unacademy #RoadSafetyWorldSeries returns on 5th March 2021! ???? It's going to be action unlimited with legends coming together for the cause of #RoadSafety.
????️Get your tickets on https://t.co/Puc2pfX0VJ#YehJungHaiLegendary pic.twitter.com/Kt6PiGjugm