কোহলি-স্টোকসের উত্তপ্ত কথা-কাটাকাটি (ভিডিও)
অনলাইন ডেস্ক | ৪ মার্চ, ২০২১ ২০:০৮
আহমেদাবাদ টেস্টের প্রথম দিনেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাদের সেই কথার লড়াইয়ের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তা কি হয়েছিল দুজনের মধ্যে? বৃহস্পতিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্টের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেই সময়ই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটা বাউন্সার ঠিকভাবে খেলতে না পেরে মেজাজ হারিয়ে ফেলেন বেন স্টোকস।
তখন সিরাজের উদ্দেশে কিছু বলতে দেখা যায় স্টোকসকে। যা ভালোভাবে নেননি ভারত অধিনায়ক কোহলি। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান। বেশ কিছুটা সময় ধরে স্টোকসের সঙ্গে চলে তার উত্তপ্ত বাক্য বিনিময়। আম্পায়ার এসে দুজনকে আলাদা করার চেষ্টা করলেও চলে এই তর্ক-বিতর্ক।
পরে সিরাজের এক ওভারে তিনটি চার মারেন ইংল্যান্ড অলরাউন্ডার। তখনো মুখ খুলতে দেখা যায় স্টোকসকে। সিরাজকেও তখন পালটা দিতে দেখা যায়। এই টেস্টে জাসপ্রিত বুমরাহর জায়গায় দলে এসেছেন সিরাজ।
স্টোকস-কোহলির এই কথার লড়াই নিয়ে মুখ খোলেন সুনিল গাভাস্কার। এই কিংবদন্তি প্রশংসা করেন আম্পায়ারদের, ‘এ ধরনের ঘটনা ক্রিকেটে ঘটেই থাকে। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়ে যায়। তবে ভালো লাগল এটা দেখে যে, আম্পায়াররা বিষয়টা বেশি দূর গড়াতে দেয়নি।’
ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে গেছে। ভারত ব্যাটিংয়ে নেমে দিন শেষ হওয়ার আগে ১ উইকেটে ২৪ রান তুলেছে।
What’s going on here lads? ????????????????????????????????????#INDvENG pic.twitter.com/lThox51Pp4
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) March 4, 2021
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৪ মার্চ, ২০২১ ২০:০৮

আহমেদাবাদ টেস্টের প্রথম দিনেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাদের সেই কথার লড়াইয়ের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তা কি হয়েছিল দুজনের মধ্যে? বৃহস্পতিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্টের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেই সময়ই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটা বাউন্সার ঠিকভাবে খেলতে না পেরে মেজাজ হারিয়ে ফেলেন বেন স্টোকস।
তখন সিরাজের উদ্দেশে কিছু বলতে দেখা যায় স্টোকসকে। যা ভালোভাবে নেননি ভারত অধিনায়ক কোহলি। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান। বেশ কিছুটা সময় ধরে স্টোকসের সঙ্গে চলে তার উত্তপ্ত বাক্য বিনিময়। আম্পায়ার এসে দুজনকে আলাদা করার চেষ্টা করলেও চলে এই তর্ক-বিতর্ক।
পরে সিরাজের এক ওভারে তিনটি চার মারেন ইংল্যান্ড অলরাউন্ডার। তখনো মুখ খুলতে দেখা যায় স্টোকসকে। সিরাজকেও তখন পালটা দিতে দেখা যায়। এই টেস্টে জাসপ্রিত বুমরাহর জায়গায় দলে এসেছেন সিরাজ।
স্টোকস-কোহলির এই কথার লড়াই নিয়ে মুখ খোলেন সুনিল গাভাস্কার। এই কিংবদন্তি প্রশংসা করেন আম্পায়ারদের, ‘এ ধরনের ঘটনা ক্রিকেটে ঘটেই থাকে। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়ে যায়। তবে ভালো লাগল এটা দেখে যে, আম্পায়াররা বিষয়টা বেশি দূর গড়াতে দেয়নি।’
ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে গেছে। ভারত ব্যাটিংয়ে নেমে দিন শেষ হওয়ার আগে ১ উইকেটে ২৪ রান তুলেছে।
What’s going on here lads? ????????????????????????????????????#INDvENG pic.twitter.com/lThox51Pp4
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) March 4, 2021