হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শচিন
অনলাইন ডেস্ক | ৮ এপ্রিল, ২০২১ ১৯:৪৫
শচিন টেন্ডুলকার।
ভক্তদের স্বস্তির খবর দিলেন শচিন টেন্ডুলকার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের এই ক্রিকেট কিংবদন্তি। বৃহস্পতিবার টুইট করে জানালেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
এদিন সন্ধ্যায় টুইট বার্তায় শচিন লিখেছেন, ‘আমি এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি এবং পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বিশ্রাম ও আইসোলেশনে থাকব। আপনাদের শুভকামনা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। সত্যিই কৃতজ্ঞ।’
শচিন কৃতজ্ঞতা জানান মেডিকেল স্টাফদেরও প্রতি, ‘আমি সর্বদা কৃতজ্ঞ থাকব সমস্ত মেডিকেল স্টাফদের কাছে, যারা আমার যথাযথ যত্ন নিয়েছেন এবং এমন কঠিন সময়ে অক্লান্তভাবে সারা বছর ধরে কাজ করে যাচ্ছেন।’
গত ২৭ মার্চ টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান শচিন। পরে ২ এপ্রিল ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তির দিন টুইটারেই শচিন জানিয়েছিলেন, ডাক্তারদের পরামর্শ মতো তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
— Sachin Tendulkar (@sachin_rt) April 8, 2021
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ এপ্রিল, ২০২১ ১৯:৪৫

ভক্তদের স্বস্তির খবর দিলেন শচিন টেন্ডুলকার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের এই ক্রিকেট কিংবদন্তি। বৃহস্পতিবার টুইট করে জানালেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
এদিন সন্ধ্যায় টুইট বার্তায় শচিন লিখেছেন, ‘আমি এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি এবং পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বিশ্রাম ও আইসোলেশনে থাকব। আপনাদের শুভকামনা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। সত্যিই কৃতজ্ঞ।’
শচিন কৃতজ্ঞতা জানান মেডিকেল স্টাফদেরও প্রতি, ‘আমি সর্বদা কৃতজ্ঞ থাকব সমস্ত মেডিকেল স্টাফদের কাছে, যারা আমার যথাযথ যত্ন নিয়েছেন এবং এমন কঠিন সময়ে অক্লান্তভাবে সারা বছর ধরে কাজ করে যাচ্ছেন।’
গত ২৭ মার্চ টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান শচিন। পরে ২ এপ্রিল ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তির দিন টুইটারেই শচিন জানিয়েছিলেন, ডাক্তারদের পরামর্শ মতো তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
— Sachin Tendulkar (@sachin_rt) April 8, 2021