সবার আগে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল
অনলাইন ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ২৩:৩৮
ছবি: বাফুফে
বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় দলটি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেখ রাসেলের পক্ষে দুটি গোলই করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন মাচাদো দি সৌজা। প্রথমার্ধেই গোল দুটি করেন তিনি।
নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় শেখ রাসেল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়ায় আসরের শেষ আট নিশ্চিত হয়েছে দলটির।
বিমানবাহিনী টানা দুই ম্যাচ হারায় ছিটকে গেছে আসর থেকে। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ০-৩ গোল হেরেছিল দলটি।
এদিকে দিনের অন্য ম্যাচে শেখ জামাল পয়েন্ট হারিয়েছে উত্তর বারিধারার বিপক্ষে। একই ভেন্যুতে ‘বি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
তবে দুই ম্যাচে একটি করে জয় ও ড্র কোয়ার্টার ফাইনালের পথেই রয়েছে শেখ জামাল। আশা বেঁচে আছে ১ পয়েন্ট পাওয়া বারিধারারও।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ২৩:৩৮

বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় দলটি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেখ রাসেলের পক্ষে দুটি গোলই করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন মাচাদো দি সৌজা। প্রথমার্ধেই গোল দুটি করেন তিনি।
নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় শেখ রাসেল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়ায় আসরের শেষ আট নিশ্চিত হয়েছে দলটির।
বিমানবাহিনী টানা দুই ম্যাচ হারায় ছিটকে গেছে আসর থেকে। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ০-৩ গোল হেরেছিল দলটি।
এদিকে দিনের অন্য ম্যাচে শেখ জামাল পয়েন্ট হারিয়েছে উত্তর বারিধারার বিপক্ষে। একই ভেন্যুতে ‘বি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
তবে দুই ম্যাচে একটি করে জয় ও ড্র কোয়ার্টার ফাইনালের পথেই রয়েছে শেখ জামাল। আশা বেঁচে আছে ১ পয়েন্ট পাওয়া বারিধারারও।