২২ শট নিয়েও গোল করতে পারলেন না মেসি-এমবাপ্পেরা
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ০৯:২৬
লিগ ওয়ানের চলতি মৌসুমে এই প্রথম গোলশূন্য ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেই। ফরাসি জায়ান্টদের তাদেরই মাঠ পার্ক দে প্রিন্সেসে রুখে দিয়েছে নিস।
গোড়ালির লিগামেন্টে মারাত্মক চোট পেয়ে আট সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় এই ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তার পরিবর্তে বাকি দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে যোগ দেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। কিন্তু নেইমারের অনুপস্থিতিতে তারা উৎসাহ জোগাতে পারেননি বাকি সতীর্থদের।
রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর মাঠে নামা মেসি জ্বলে উঠতে পারেননি। নিসের বিপক্ষে ৭০ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নিয়েছে পিএসজি। তার মধ্যে লক্ষ্যে ছিল ৫ শট। কিন্তু নিসের রক্ষণদেয়াল ভেঙে জালের দেখা পায়নি মাউরিসিও পচেত্তিনোর দল।
২০১৬ সালের মার্চের পর লিগে এবারই সবচেয়ে বেশি ২২ শট নিয়েও গোলশূন্য থাকতে হলো পিএসজিকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পচেত্তিনোর দল ১২ পয়েন্ট এগিয়ে আছে দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে। ১৬ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪১।
ম্যাচের আগে সমর্থকদের নিজের সপ্তম ব্যালন ডি’অর দেখার সুযোগ করে দেন মেসি। অন্যদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি নিয়ে আসেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ম্যাচ শেষে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো পিএসজি তারকাদের।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ০৯:২৬

লিগ ওয়ানের চলতি মৌসুমে এই প্রথম গোলশূন্য ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেই। ফরাসি জায়ান্টদের তাদেরই মাঠ পার্ক দে প্রিন্সেসে রুখে দিয়েছে নিস।
গোড়ালির লিগামেন্টে মারাত্মক চোট পেয়ে আট সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় এই ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তার পরিবর্তে বাকি দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে যোগ দেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। কিন্তু নেইমারের অনুপস্থিতিতে তারা উৎসাহ জোগাতে পারেননি বাকি সতীর্থদের।
রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর মাঠে নামা মেসি জ্বলে উঠতে পারেননি। নিসের বিপক্ষে ৭০ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নিয়েছে পিএসজি। তার মধ্যে লক্ষ্যে ছিল ৫ শট। কিন্তু নিসের রক্ষণদেয়াল ভেঙে জালের দেখা পায়নি মাউরিসিও পচেত্তিনোর দল।
২০১৬ সালের মার্চের পর লিগে এবারই সবচেয়ে বেশি ২২ শট নিয়েও গোলশূন্য থাকতে হলো পিএসজিকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পচেত্তিনোর দল ১২ পয়েন্ট এগিয়ে আছে দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে। ১৬ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪১।
ম্যাচের আগে সমর্থকদের নিজের সপ্তম ব্যালন ডি’অর দেখার সুযোগ করে দেন মেসি। অন্যদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি নিয়ে আসেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ম্যাচ শেষে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো পিএসজি তারকাদের।