ভারতে যুবাদের টানা তিন জয়
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ১৯:৩২
ফাইল ছবি
ভারতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার রোমাঞ্চকর ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ৬ রানে হারায় বাংলাদেশের যুবারা।
২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২৪ রানে থামে স্বাগতিক দলের ইনিংস। হাতে দুই উইকেট নিয়ে শেষ ৭ বলে তাদের দরকার ছিল ৯ রান। সেখান থেকে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ বের করে নেয় সফরকারীরা।
একদিন আগেই ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১১৩ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের যুবারা। তার আগে সিরিজের প্রথম ম্যাচে ‘এ’ দলকে হারিয়েছিল ২ উইকেটে। টানা তিন জয়ে বাংলাদেশ রয়েছে টেবিলের শীর্ষে।
এদিন টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন প্রান্তিক নওরোজ নাবিল। আগের দিন যিনি সেঞ্চুরি উপহার দিয়েছিলেন। মাফিজুল ইসলাম রবিন খেলেন ৫৬ রানের ইনিংস। সুবাদে ৪৭.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩০ রান তুলে বাংলাদেশ।
জবাবে ২ বল বাকি থাকতেই ২২৪ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন অংকৃশ রঘুভানশি। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান ২৯ রান খরচায় ৩ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কারও হাতে উঠে এই পেসারের।
লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। টেবিলের শীর্ষ দুই দল মঙ্গলবার ফাইনাল খেলবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ১৯:৩২

ভারতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার রোমাঞ্চকর ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ৬ রানে হারায় বাংলাদেশের যুবারা।
২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২৪ রানে থামে স্বাগতিক দলের ইনিংস। হাতে দুই উইকেট নিয়ে শেষ ৭ বলে তাদের দরকার ছিল ৯ রান। সেখান থেকে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ বের করে নেয় সফরকারীরা।
একদিন আগেই ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১১৩ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের যুবারা। তার আগে সিরিজের প্রথম ম্যাচে ‘এ’ দলকে হারিয়েছিল ২ উইকেটে। টানা তিন জয়ে বাংলাদেশ রয়েছে টেবিলের শীর্ষে।
এদিন টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন প্রান্তিক নওরোজ নাবিল। আগের দিন যিনি সেঞ্চুরি উপহার দিয়েছিলেন। মাফিজুল ইসলাম রবিন খেলেন ৫৬ রানের ইনিংস। সুবাদে ৪৭.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩০ রান তুলে বাংলাদেশ।
জবাবে ২ বল বাকি থাকতেই ২২৪ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন অংকৃশ রঘুভানশি। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান ২৯ রান খরচায় ৩ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কারও হাতে উঠে এই পেসারের।
লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। টেবিলের শীর্ষ দুই দল মঙ্গলবার ফাইনাল খেলবে।