টটেনহ্যামের ১৩ জন করোনা পজিটিভ
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০২১ ০৩:২০
টটেনহ্যামের কোচ আন্তোনিও কন্তে জানিয়েছেন, তার দলের ৮ খেলোয়াড়সহ মোট ১৩জন এই মুহূর্তে করোনা পজিটিভ। ফলে ইউরোপা কনফারেন্স লিগে রেনের বিপক্ষে ম্যাচের আগে বেশ বিপাকে ইংলিশ ক্লাবটি।
বৃহস্পতিবার রেনের মুখোমুখি হওয়ার কথা টটেনহ্যামের। উয়েফা বলেছে, ম্যাচটি নির্ধারিত সূচিতেই হওয়ার কথা। কিন্তু টটেনহ্যাম কোচ আছেন মহাবিপদে।
কন্তে বলেন, ‘ম্যাচটির জন্য আমাদের ১১ জন খেলোয়াড় প্রস্তুত ছিল। কিন্তু আজকের অনুশীলনের পর শুরুর একাদশে থাকত এমন একজন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছে। ভয়ানক পরিস্থিতি। আমরা সবাই একে অপরের সংস্পর্শে আসছি।’
‘প্রতিদিন আমাদের দলের কেউ না কেউ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। কাল কে? আমি? নাকি আরেকজন স্টাফ?...পরিস্থিতি গুরুতর।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০২১ ০৩:২০

টটেনহ্যামের কোচ আন্তোনিও কন্তে জানিয়েছেন, তার দলের ৮ খেলোয়াড়সহ মোট ১৩জন এই মুহূর্তে করোনা পজিটিভ। ফলে ইউরোপা কনফারেন্স লিগে রেনের বিপক্ষে ম্যাচের আগে বেশ বিপাকে ইংলিশ ক্লাবটি।
বৃহস্পতিবার রেনের মুখোমুখি হওয়ার কথা টটেনহ্যামের। উয়েফা বলেছে, ম্যাচটি নির্ধারিত সূচিতেই হওয়ার কথা। কিন্তু টটেনহ্যাম কোচ আছেন মহাবিপদে।
কন্তে বলেন, ‘ম্যাচটির জন্য আমাদের ১১ জন খেলোয়াড় প্রস্তুত ছিল। কিন্তু আজকের অনুশীলনের পর শুরুর একাদশে থাকত এমন একজন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছে। ভয়ানক পরিস্থিতি। আমরা সবাই একে অপরের সংস্পর্শে আসছি।’
‘প্রতিদিন আমাদের দলের কেউ না কেউ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। কাল কে? আমি? নাকি আরেকজন স্টাফ?...পরিস্থিতি গুরুতর।’
শেয়ার করুন