বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ০৯:১০
অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের রিয়াদে লুকা মদরিচ ও করিম বেনজেমার গোলে ফাইনালে ২-০ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা।
কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর অ্যাসিস্টে ৩৮তম মিনিটে এক দারুণ শটে জাল খুঁজে নেন মদরিচ।
৫২তম মিনিটে ব্লাঙ্কোসদের ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সের ভেতর ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট লাগে বাধা দিতে যাওয়া বিলবাও ডিফেন্ডার ইয়েরে আলভারেজের হাতে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। স্পট-কিকে বল জালে পাঠান বেনজেমা।
ম্যাচে ফেরার সুযোগ ছিল বিলবাওয়ের। ৮৭তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে রিয়াল। হ্যান্ডবল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এডের মিলিতাও। পেনাল্টি পেলেও গোল করতে পারেনি বিলবাও। রাউল গার্সিয়ার নেওয়া শট দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক থিবু কোর্তোয়া।
এ নিয়ে ১২তম সুপার কাপ জিতল রিয়াল। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৩ বার শিরোপা উঠেছে বার্সেলোনার হাতে। তিনে থাকা বিলবাও জিতেছে ৩ বার। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ০৯:১০

অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের রিয়াদে লুকা মদরিচ ও করিম বেনজেমার গোলে ফাইনালে ২-০ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা।
কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর অ্যাসিস্টে ৩৮তম মিনিটে এক দারুণ শটে জাল খুঁজে নেন মদরিচ।
৫২তম মিনিটে ব্লাঙ্কোসদের ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সের ভেতর ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট লাগে বাধা দিতে যাওয়া বিলবাও ডিফেন্ডার ইয়েরে আলভারেজের হাতে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। স্পট-কিকে বল জালে পাঠান বেনজেমা।
ম্যাচে ফেরার সুযোগ ছিল বিলবাওয়ের। ৮৭তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে রিয়াল। হ্যান্ডবল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এডের মিলিতাও। পেনাল্টি পেলেও গোল করতে পারেনি বিলবাও। রাউল গার্সিয়ার নেওয়া শট দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক থিবু কোর্তোয়া।
এ নিয়ে ১২তম সুপার কাপ জিতল রিয়াল। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৩ বার শিরোপা উঠেছে বার্সেলোনার হাতে। তিনে থাকা বিলবাও জিতেছে ৩ বার। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।