অবশেষে থামল ইন্টার মিলানের জয়রথ
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ১০:৩৪
সিরি’আয় টানা আট জয়ের পর থামল ইন্টার মিলান। ঘরের মাঠে নেরাজ্জুরিদের গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে আতালান্তা।
জিতলে লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যেত ইন্টার। কিন্তু আতালান্তার মাঠে গোলের দেখায় পায়নি ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিমোনে ইনজাঘির শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে এডিন জেকোর শট দুর্দান্তভাবে ঠেকিয়ে গোলপোস্ট অক্ষত রাখেন আতালান্তা গোলরক্ষক হুয়ান মুসো। এই ড্রয়ের ফলে শীর্ষস্থানও হারাতে পারে ইন্টার।
সোমবার ঘরের মাঠ সান সিরোতে স্পেজিয়ার মুখোমুখি হবে মিলান। স্তেফানো পিওলির দল জিতলে উঠে যাবে তালিকার শীর্ষে। আপাতত ইন্টারের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে মিলান। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে চারেই থাকছে আতালান্তা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে নাপোলি।
সিরি’আর আরেক ম্যাচে সার্জিও অলিভিয়েরার একমাত্র গোলে অবনমন অঞ্চলে থাকা কালিয়ারিকে ১-০ গোলে হারিয়েছে রোমা। হোসে মরিনহোর দল ৩৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার ছয়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ১০:৩৪

সিরি’আয় টানা আট জয়ের পর থামল ইন্টার মিলান। ঘরের মাঠে নেরাজ্জুরিদের গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে আতালান্তা।
জিতলে লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যেত ইন্টার। কিন্তু আতালান্তার মাঠে গোলের দেখায় পায়নি ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিমোনে ইনজাঘির শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে এডিন জেকোর শট দুর্দান্তভাবে ঠেকিয়ে গোলপোস্ট অক্ষত রাখেন আতালান্তা গোলরক্ষক হুয়ান মুসো। এই ড্রয়ের ফলে শীর্ষস্থানও হারাতে পারে ইন্টার।
সোমবার ঘরের মাঠ সান সিরোতে স্পেজিয়ার মুখোমুখি হবে মিলান। স্তেফানো পিওলির দল জিতলে উঠে যাবে তালিকার শীর্ষে। আপাতত ইন্টারের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে মিলান। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে চারেই থাকছে আতালান্তা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে নাপোলি।
সিরি’আর আরেক ম্যাচে সার্জিও অলিভিয়েরার একমাত্র গোলে অবনমন অঞ্চলে থাকা কালিয়ারিকে ১-০ গোলে হারিয়েছে রোমা। হোসে মরিনহোর দল ৩৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার ছয়ে।