ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ১১:১৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাটকীয় জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড। সাবিনা পার্কে শেষ মুহূর্তের নাটকীয়তার পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২ উইকেটে জিতেছে আইরিশরা।
এ নিয়ে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। আইরিশদের এই ইতিহাস গড়ার নায়ক অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রিন।
বল হাতে ২৮ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানের ইনিংসও খেলেন তিনি। পুরো সিরিজে ব্যাট হাতে ১২৮ ও বল হাতে ১০ উইকেট নিয়েছেন ম্যাকব্রিন।
ম্যাকব্রিন ও ক্রেইগ ইয়ংয়ের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারে ২১২ রান করে টস হেরে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ। সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ওপেনার-উইকেটরক্ষক শাই হোপ। জেসন হোল্ডার করেন ৪৪ রান।
জবাব দিতে নেমে ৪৪.৫ বলে ৮ উইকেটে ২১৪ রান করে আয়ারল্যান্ড। ফিফটি করার পথে ম্যাকব্রিন ওপেনার-অধিনায়ক পল স্টার্লিংয়ের সঙ্গে ৭২ ও হ্যারি টেক্টরের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৯ রানে ফেরেন তিনি।
টেক্টরের ব্যাট থেকে আসে ৫২ রান। কিন্তু দলীয় ১৯০ থেকে ২০৮ রানে যেতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আইরিশরা। তবে টেল-এন্ডার ক্রেইগ ইয়ংয়ের বাউন্ডারিতে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ২১২/৪ (৪৪.৪ ওভার): হোপ ৫৩, ম্যাকব্রিন ৪/২৮, ইয়ং ৩/৪৪
আয়ারল্যান্ড ২১৪/৮ (৪৪.৫ ওভার): ম্যাকব্রিন ৫৯, টেক্টর ৫২, হোসেন ৩/৫৯, চেজ ৩/৪৪
২ উইকেটে ও ২-১ ব্যবধানে সিরিজ জিতল আয়ারল্যান্ড।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ১১:১৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাটকীয় জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড। সাবিনা পার্কে শেষ মুহূর্তের নাটকীয়তার পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২ উইকেটে জিতেছে আইরিশরা।
এ নিয়ে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। আইরিশদের এই ইতিহাস গড়ার নায়ক অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রিন।
বল হাতে ২৮ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানের ইনিংসও খেলেন তিনি। পুরো সিরিজে ব্যাট হাতে ১২৮ ও বল হাতে ১০ উইকেট নিয়েছেন ম্যাকব্রিন।
ম্যাকব্রিন ও ক্রেইগ ইয়ংয়ের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারে ২১২ রান করে টস হেরে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ। সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ওপেনার-উইকেটরক্ষক শাই হোপ। জেসন হোল্ডার করেন ৪৪ রান।
জবাব দিতে নেমে ৪৪.৫ বলে ৮ উইকেটে ২১৪ রান করে আয়ারল্যান্ড। ফিফটি করার পথে ম্যাকব্রিন ওপেনার-অধিনায়ক পল স্টার্লিংয়ের সঙ্গে ৭২ ও হ্যারি টেক্টরের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৯ রানে ফেরেন তিনি।
টেক্টরের ব্যাট থেকে আসে ৫২ রান। কিন্তু দলীয় ১৯০ থেকে ২০৮ রানে যেতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আইরিশরা। তবে টেল-এন্ডার ক্রেইগ ইয়ংয়ের বাউন্ডারিতে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ২১২/৪ (৪৪.৪ ওভার): হোপ ৫৩, ম্যাকব্রিন ৪/২৮, ইয়ং ৩/৪৪
আয়ারল্যান্ড ২১৪/৮ (৪৪.৫ ওভার): ম্যাকব্রিন ৫৯, টেক্টর ৫২, হোসেন ৩/৫৯, চেজ ৩/৪৪
২ উইকেটে ও ২-১ ব্যবধানে সিরিজ জিতল আয়ারল্যান্ড।