জাহানারার বিপক্ষে যেসব অভিযোগ বিসিবির
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ২০:১১
জাহানারা আলম। ছবি: ফেইসবুক
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নারী ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন জাহানারা আলম। কমনওয়েলথ গেমসের বাছাইয়ে দলের সঙ্গী হতে পারেননি দেশের নারী ক্রিকেটের বড় এই মুখ।
সম্প্রতি জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে জাহানারার আচরণে সন্তুষ্ট ছিল না টিম ম্যানেজমেন্ট। ফল স্বরূপ কমনওয়েলথ গেমসের বাছাইয়ে দলে জায়গা হারান এই পেসার। তখন অবশ্য জানানো হয়েছিল, নতুনদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত।
কিন্তু পরে টিম ম্যানেজমেন্ট ও জাহানারার বিবাদের বিষয় সামনে আছে। জাহানারা টিম ম্যানেজমেন্টের দুজনের বিপক্ষে লিখিত অভিযোগও করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
তবে বিসিবির অন্যতম পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়ে দেন, জাহানারার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের কাছে।
জাহানারা আলমের বিষয়টিকে ‘স্পর্শকাতর ইস্যু’ উল্লেখ করে নাদেল বলেছিলেন, ‘আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, জাহানারার বিপক্ষে অভিযোগগুলো আসলে কি? দেশের একটি বেসরকারি টেলিভিশন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাহানারা বিপক্ষে বিসিবির অভিযোগগুলো তাদের হাতে এসেছে বলে জানায় তারা।
সেই প্রতিবেদন অনুসারে, জাহানারার বিপক্ষে বিসিবির অভিযোগগুলো হলো-
১. টিম মিটিংয়ে দেরি করে আসা।
২. নিজের ইচ্ছে মতো সময়ে টিম মিটিংয়ের জন্য চাপ তৈরি করা।
৩. টিম ম্যানেজমেন্টকে টপকে ঢাকায় ভুল বার্তা প্রেরণ।
৪. বোর্ড পরিচালক এবং ক্লাব অফিশিয়ালদের নাম ব্যবহার করে একাদশ গঠনে প্রভাব বিস্তারের চেষ্টা।
৫. জুনিয়ার ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার।
৬. পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে কোচের সঙ্গে বাজে ব্যবহার।
৭. নামিবিয়া থেকে ওমানের ফ্লাইটে প্রত্যেক দলের জন্য ছিল নির্ধারিত আসন। জাহানারা তার আসনে না বসে পাকিস্তান দলের সঙ্গে পুরো আট ঘণ্টা ভ্রমণ করেন। যা নিয়ে প্রশ্ন তুলে আকসু।
৮. ওমানে হোটেল রিসেপশনে অন্য ক্রিকেটারদের সামনে কোচের সঙ্গে চিৎকার করে কথা বলেন জাহানারা।
৯. পুরো সফরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অসহযোগিতা করেন।
অভিযোগগুলো নিয়ে জাহানারা অবশ্য কোনো মন্তব্য করেননি।
আরো পড়ুন
নির্বাচককে কাঠগড়ায় তুলে বিসিবিকে চিঠি জাহানারার
আমার কাছে কিছু প্রমাণ আছে, দেখালে লজ্জা পাবেন: জাহানারা ইস্যুতে নাদেল
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ২০:১১

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নারী ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন জাহানারা আলম। কমনওয়েলথ গেমসের বাছাইয়ে দলের সঙ্গী হতে পারেননি দেশের নারী ক্রিকেটের বড় এই মুখ।
সম্প্রতি জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে জাহানারার আচরণে সন্তুষ্ট ছিল না টিম ম্যানেজমেন্ট। ফল স্বরূপ কমনওয়েলথ গেমসের বাছাইয়ে দলে জায়গা হারান এই পেসার। তখন অবশ্য জানানো হয়েছিল, নতুনদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত।
কিন্তু পরে টিম ম্যানেজমেন্ট ও জাহানারার বিবাদের বিষয় সামনে আছে। জাহানারা টিম ম্যানেজমেন্টের দুজনের বিপক্ষে লিখিত অভিযোগও করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
তবে বিসিবির অন্যতম পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়ে দেন, জাহানারার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের কাছে।
জাহানারা আলমের বিষয়টিকে ‘স্পর্শকাতর ইস্যু’ উল্লেখ করে নাদেল বলেছিলেন, ‘আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, জাহানারার বিপক্ষে অভিযোগগুলো আসলে কি? দেশের একটি বেসরকারি টেলিভিশন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাহানারা বিপক্ষে বিসিবির অভিযোগগুলো তাদের হাতে এসেছে বলে জানায় তারা।
সেই প্রতিবেদন অনুসারে, জাহানারার বিপক্ষে বিসিবির অভিযোগগুলো হলো-
১. টিম মিটিংয়ে দেরি করে আসা।
২. নিজের ইচ্ছে মতো সময়ে টিম মিটিংয়ের জন্য চাপ তৈরি করা।
৩. টিম ম্যানেজমেন্টকে টপকে ঢাকায় ভুল বার্তা প্রেরণ।
৪. বোর্ড পরিচালক এবং ক্লাব অফিশিয়ালদের নাম ব্যবহার করে একাদশ গঠনে প্রভাব বিস্তারের চেষ্টা।
৫. জুনিয়ার ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার।
৬. পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে কোচের সঙ্গে বাজে ব্যবহার।
৭. নামিবিয়া থেকে ওমানের ফ্লাইটে প্রত্যেক দলের জন্য ছিল নির্ধারিত আসন। জাহানারা তার আসনে না বসে পাকিস্তান দলের সঙ্গে পুরো আট ঘণ্টা ভ্রমণ করেন। যা নিয়ে প্রশ্ন তুলে আকসু।
৮. ওমানে হোটেল রিসেপশনে অন্য ক্রিকেটারদের সামনে কোচের সঙ্গে চিৎকার করে কথা বলেন জাহানারা।
৯. পুরো সফরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অসহযোগিতা করেন।
অভিযোগগুলো নিয়ে জাহানারা অবশ্য কোনো মন্তব্য করেননি।
আরো পড়ুন
নির্বাচককে কাঠগড়ায় তুলে বিসিবিকে চিঠি জাহানারার
আমার কাছে কিছু প্রমাণ আছে, দেখালে লজ্জা পাবেন: জাহানারা ইস্যুতে নাদেল