মেসিকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ লেভানডোস্কি
অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০২২ ০১:৩৭
লিওনেল মেসিকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।
লেভানডোস্কি ও মেসির সঙ্গে ২০২১ সালের বর্ষসেরা এই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিভারপুরল তারকা মোহামেদ সালাহ।
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লেভানডোস্কির নাম ঘোষণা করা হয়। ৩৩ বছর বয়সী লেভানডোস্কি টানা দুই বছর মর্যাদার এই পুরস্কার পেলেন।
গত বছর দুর্দান্ত পারফর্ম করে গেছেন লেভানডোস্কি। কিংবদন্তি গার্ড মুলারের করা এক বছরে সর্বোচ্চ ৪৩টি বুন্দেসলিগা গোলের রেকর্ড ভেঙে দেন তিনি। রেকর্ডটি ছিল ৪৯ বছরের পুরোনো।
অনুষ্ঠানে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে তুলে দেওয়া হয় ‘বিশেষ পুরস্কার’। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার জন্য এই পুরস্কার পান পর্তুগিজ সুপারস্টার।
মেয়েদের বিভাগে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার আলেক্সিস পুতেয়াস। সেরা কোচ নির্বাচিত হয়েছেন চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতানো টমাস টুখেল। নারী দলের সেরা কোচ হয়েছেন চেলসির নারী দলের কোচ এমা হেয়েস।
সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন টটেনহ্যামের আর্জেন্টাইন উইঙ্গার এরিক লামেলা। গত বছর মার্চে নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে দৃষ্টিনন্দন গোলটি করেন তিনি। ছেলেদের বিভাগে সেরা গোলকিপার হয়েছেন এদুয়ার্দ মেন্দি।
ফিফা ‘ফেয়ার প্লে’ পুরস্কার জিতেছে ডেনমার্ক। ফিফা ‘ফ্যান অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে ডেনমার্ক আর ফিনল্যান্ডের সমর্থকদের, ইউরো কাপে ক্রিস্টিয়ান এরিকসেনের হুট করেই মাটিতে লুটে পড়ার সেই ম্যাচটির জন্য।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০২২ ০১:৩৭

লিওনেল মেসিকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।
লেভানডোস্কি ও মেসির সঙ্গে ২০২১ সালের বর্ষসেরা এই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিভারপুরল তারকা মোহামেদ সালাহ।
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লেভানডোস্কির নাম ঘোষণা করা হয়। ৩৩ বছর বয়সী লেভানডোস্কি টানা দুই বছর মর্যাদার এই পুরস্কার পেলেন।
গত বছর দুর্দান্ত পারফর্ম করে গেছেন লেভানডোস্কি। কিংবদন্তি গার্ড মুলারের করা এক বছরে সর্বোচ্চ ৪৩টি বুন্দেসলিগা গোলের রেকর্ড ভেঙে দেন তিনি। রেকর্ডটি ছিল ৪৯ বছরের পুরোনো।
অনুষ্ঠানে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে তুলে দেওয়া হয় ‘বিশেষ পুরস্কার’। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার জন্য এই পুরস্কার পান পর্তুগিজ সুপারস্টার।
মেয়েদের বিভাগে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার আলেক্সিস পুতেয়াস। সেরা কোচ নির্বাচিত হয়েছেন চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতানো টমাস টুখেল। নারী দলের সেরা কোচ হয়েছেন চেলসির নারী দলের কোচ এমা হেয়েস।
সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন টটেনহ্যামের আর্জেন্টাইন উইঙ্গার এরিক লামেলা। গত বছর মার্চে নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে দৃষ্টিনন্দন গোলটি করেন তিনি। ছেলেদের বিভাগে সেরা গোলকিপার হয়েছেন এদুয়ার্দ মেন্দি।
ফিফা ‘ফেয়ার প্লে’ পুরস্কার জিতেছে ডেনমার্ক। ফিফা ‘ফ্যান অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে ডেনমার্ক আর ফিনল্যান্ডের সমর্থকদের, ইউরো কাপে ক্রিস্টিয়ান এরিকসেনের হুট করেই মাটিতে লুটে পড়ার সেই ম্যাচটির জন্য।