‘ডাবল হ্যাটট্রিকে’ বিগ ব্যাশে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বয়েস
অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি, ২০২২ ১৫:১২
বিগ ব্যাশ লিগে (বিবিএলে) অবিশ্বাস্য এক ইতিহাস গড়েছেন মেলবোর্ন রেনেগাডেসের লেগ-স্পিনার ক্যামেরন বয়েস। বুধবার সিডনি থান্ডারের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছেন তিনি।
চার বলে চার ব্যাটারকে সাজঘরে ফেরান বয়েস। দুই ওভার মিলিয়ে ডাবল হ্যাটট্রিক করলেন ৩২ বছর বয়সী লেগি। থান্ডারের দলীয় রান যখন ৮০, ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ওপেনার অ্যালেক্স হেলসকে (৪৪) আউট করে উইকেটের খাতা খোলেন তিনি।
এরপর নবম ওভারের প্রথম তিন বলে জেসন সাঙ্গা (২), অ্যালেক্স রস (০) ও ড্যানিয়েল সামসকে (০) প্যাভিলিয়নের পথ দেখান বয়েস। তার ঘূর্ণিতে সিডনি ৮৫ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে নাটকীয় ম্যাচটি এক রানে হেরেছে মেলবোর্ন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭০ রান করে সিডনি। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৬৯ রান করে মেলবোর্ন। দল হারলেও ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বয়েস। তবে শেষ উইকেট হিসেবে আউট হওয়া এই অস্ট্রেলিয়ান বোলার আউট হন গোল্ডেন ডাক নিয়ে।
মেলবোর্ন রেনেগাডেসের প্রথম তো বটে, বিবিএল ইতিহাসেও প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করলেন বয়েস। তার আগে টি-টোয়েন্টি লিগের এই আসরে কোনো বোলার চার বলে চার উইকেট নিতে পারেননি। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করা ১০ম বোলার বয়েস।
WWWW
Cameron Boyce makes history with a DOUBLE HAT-TRICK at the MCG!
A BKT Golden Moment | #BBL11 pic.twitter.com/NNVZ2gIUSO
— cricket.com.au (@cricketcomau) January 19, 2022
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি, ২০২২ ১৫:১২

বিগ ব্যাশ লিগে (বিবিএলে) অবিশ্বাস্য এক ইতিহাস গড়েছেন মেলবোর্ন রেনেগাডেসের লেগ-স্পিনার ক্যামেরন বয়েস। বুধবার সিডনি থান্ডারের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছেন তিনি।
চার বলে চার ব্যাটারকে সাজঘরে ফেরান বয়েস। দুই ওভার মিলিয়ে ডাবল হ্যাটট্রিক করলেন ৩২ বছর বয়সী লেগি। থান্ডারের দলীয় রান যখন ৮০, ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ওপেনার অ্যালেক্স হেলসকে (৪৪) আউট করে উইকেটের খাতা খোলেন তিনি।
এরপর নবম ওভারের প্রথম তিন বলে জেসন সাঙ্গা (২), অ্যালেক্স রস (০) ও ড্যানিয়েল সামসকে (০) প্যাভিলিয়নের পথ দেখান বয়েস। তার ঘূর্ণিতে সিডনি ৮৫ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে নাটকীয় ম্যাচটি এক রানে হেরেছে মেলবোর্ন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭০ রান করে সিডনি। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৬৯ রান করে মেলবোর্ন। দল হারলেও ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বয়েস। তবে শেষ উইকেট হিসেবে আউট হওয়া এই অস্ট্রেলিয়ান বোলার আউট হন গোল্ডেন ডাক নিয়ে।
মেলবোর্ন রেনেগাডেসের প্রথম তো বটে, বিবিএল ইতিহাসেও প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করলেন বয়েস। তার আগে টি-টোয়েন্টি লিগের এই আসরে কোনো বোলার চার বলে চার উইকেট নিতে পারেননি। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করা ১০ম বোলার বয়েস।
WWWW
— cricket.com.au (@cricketcomau) January 19, 2022
Cameron Boyce makes history with a DOUBLE HAT-TRICK at the MCG!
A BKT Golden Moment | #BBL11 pic.twitter.com/NNVZ2gIUSO