বাংলাদেশ ছেড়ে ইয়র্কশায়ারের প্রধান কোচ হলেন গিবসন
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০৫
ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিলেন বাংলাদেশের সদ্য সাবেক বোলিং কোচ ওটিস গিবসন।
দলটির সঙ্গে তিন বছরের চুক্তি ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডারের। কাজ শুরু করবেন ফেব্রুয়ারির শেষ দিকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে গিসবনের চুক্তির মেয়াদ শেষ হয় টাইগারদের নিউজিল্যান্ড সফর দিয়ে। বিসিবির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করেননি।
এরপর পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসের সহকারী ও ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। আগামী মাসে এই টুর্নামেন্ট শেষের পরই তিনি আনুষ্ঠানিকভাবে ইয়র্কশায়ারের দায়িত্ব নেবেন।
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গিবসন। কোচ হিসেবে সেরা সাফল্যে পেয়েছেন ক্যারিবীয়দের হয়েই। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
দুই বছরের চুক্তিতে ২০২০ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ দলে যোগ দেন গিবসন। গত দুই বছরে বাংলাদেশের পেসারদের তৈরিতে সহায়তা করেছেন তিনি।
এ মাসে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ পেসারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। পেসারদের নৈপুণ্যে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বধ করে টাইগাররা।
ইয়র্কশায়ের দায়িত্ব পেয়ে গিবসন বলেন, ‘আমি সত্যিই সম্মানিত ও রোমাঞ্চিত। ইংলিশ কাউন্টি ক্রিকেটে এটি অন্যতম সম্মানজনক ভূমিকা এবং প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ক্লাবকে এগিয়ে নিতে, আমি সত্যিই অধীর অপেক্ষায় আছি।’
কাউন্টি ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ প্রধান কোচ হলেন ৫২ বছর বয়সী গিবসন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০৫

ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিলেন বাংলাদেশের সদ্য সাবেক বোলিং কোচ ওটিস গিবসন।
দলটির সঙ্গে তিন বছরের চুক্তি ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডারের। কাজ শুরু করবেন ফেব্রুয়ারির শেষ দিকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে গিসবনের চুক্তির মেয়াদ শেষ হয় টাইগারদের নিউজিল্যান্ড সফর দিয়ে। বিসিবির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করেননি।
এরপর পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসের সহকারী ও ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। আগামী মাসে এই টুর্নামেন্ট শেষের পরই তিনি আনুষ্ঠানিকভাবে ইয়র্কশায়ারের দায়িত্ব নেবেন।
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গিবসন। কোচ হিসেবে সেরা সাফল্যে পেয়েছেন ক্যারিবীয়দের হয়েই। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
দুই বছরের চুক্তিতে ২০২০ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ দলে যোগ দেন গিবসন। গত দুই বছরে বাংলাদেশের পেসারদের তৈরিতে সহায়তা করেছেন তিনি।
এ মাসে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ পেসারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। পেসারদের নৈপুণ্যে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বধ করে টাইগাররা।
ইয়র্কশায়ের দায়িত্ব পেয়ে গিবসন বলেন, ‘আমি সত্যিই সম্মানিত ও রোমাঞ্চিত। ইংলিশ কাউন্টি ক্রিকেটে এটি অন্যতম সম্মানজনক ভূমিকা এবং প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ক্লাবকে এগিয়ে নিতে, আমি সত্যিই অধীর অপেক্ষায় আছি।’
কাউন্টি ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ প্রধান কোচ হলেন ৫২ বছর বয়সী গিবসন।