মিডল অর্ডার ব্যর্থতায় পার্লে হার ভারতের
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:৫৪
বড় লক্ষ্য তাড়ায় যেমন শুরু প্রয়োজন, ভারত তেমনই শুরু পেয়েছিল। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার মানল সফরকারীরা।
পার্লের বোল্যান্ড পার্কে বুধবার প্রোটিয়াদের দেওয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে ২৬৫ রানে থামে ভারতের ইনিংস। ৩১ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড পেল দক্ষিণ আফ্রিকা।
শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটে ভারত ১ উইকেটে ১৩৮ রান করে ফেলে ২৫.২ ওভারের মধ্যে। কিন্তু সেখান থেকে দুই রানের কোটা পূরণের আগেই হারায় ৬ উইকেট। ভারত ম্যাচ থেকে ছিটকে যায় সেখানেই।
শেষ দিকে শার্দুল ঠাকুর ৪৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেও সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ধাওয়ান ৮৪ বলে ১০ চারে সর্বোচ্চ ৭৯ রান করেন। বিরাট কোহলি ৬৩ বলে ৫১ রান করেন ৩ চারে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনদিগি, তাবরাইজ শামসি ও আন্দিলে ফেহলুকোওয়ায়ো।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। অধিনায়ক তেম্বা বাভুমার সেঞ্চুরির পর ঝড় তুলেন রাসি ফন ডার ডাসেন, সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকে যান তিনি। এই দুইয়ের ব্যাটে ভর করেই ভারতকে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
বাভুমা ১৪৩ বলে ১১০ রানের ইনিংস খেলেন। ডাসেন ৯৬ বলে খেলেন ১২৯ রানের অপরাজিত ইনিংস। সুবাদে ৪ উইকেটে ২৯৬ রানের পুঁজি পায় দলটি।
ডাসেন ৯ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। বাভুমার ইনিংসে ছিল ৮ চার। শেষ ওভারে ১৭ রান তোলা প্রোটিয়ারা শেষ দশ ওভারে তুলে ৮৬ রান।
ভারতের হয়ে ৪৮ রান খরচায় সর্বাধিক ২ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। ৫৩ রানে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ১০ ওভারে ৭২ রান খরচ করেও উইকেট পাননি শার্দুল ঠাকুর।
ম্যাচসেরা হয়েছেন রাসি ফন ডার ডাসেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:৫৪

বড় লক্ষ্য তাড়ায় যেমন শুরু প্রয়োজন, ভারত তেমনই শুরু পেয়েছিল। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার মানল সফরকারীরা।
পার্লের বোল্যান্ড পার্কে বুধবার প্রোটিয়াদের দেওয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে ২৬৫ রানে থামে ভারতের ইনিংস। ৩১ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড পেল দক্ষিণ আফ্রিকা।
শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটে ভারত ১ উইকেটে ১৩৮ রান করে ফেলে ২৫.২ ওভারের মধ্যে। কিন্তু সেখান থেকে দুই রানের কোটা পূরণের আগেই হারায় ৬ উইকেট। ভারত ম্যাচ থেকে ছিটকে যায় সেখানেই।
শেষ দিকে শার্দুল ঠাকুর ৪৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেও সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ধাওয়ান ৮৪ বলে ১০ চারে সর্বোচ্চ ৭৯ রান করেন। বিরাট কোহলি ৬৩ বলে ৫১ রান করেন ৩ চারে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনদিগি, তাবরাইজ শামসি ও আন্দিলে ফেহলুকোওয়ায়ো।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। অধিনায়ক তেম্বা বাভুমার সেঞ্চুরির পর ঝড় তুলেন রাসি ফন ডার ডাসেন, সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকে যান তিনি। এই দুইয়ের ব্যাটে ভর করেই ভারতকে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
বাভুমা ১৪৩ বলে ১১০ রানের ইনিংস খেলেন। ডাসেন ৯৬ বলে খেলেন ১২৯ রানের অপরাজিত ইনিংস। সুবাদে ৪ উইকেটে ২৯৬ রানের পুঁজি পায় দলটি।
ডাসেন ৯ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। বাভুমার ইনিংসে ছিল ৮ চার। শেষ ওভারে ১৭ রান তোলা প্রোটিয়ারা শেষ দশ ওভারে তুলে ৮৬ রান।
ভারতের হয়ে ৪৮ রান খরচায় সর্বাধিক ২ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। ৫৩ রানে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ১০ ওভারে ৭২ রান খরচ করেও উইকেট পাননি শার্দুল ঠাকুর।
ম্যাচসেরা হয়েছেন রাসি ফন ডার ডাসেন।