জিম্বাবুয়েকে ৭০ রানে অলআউট করে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২২ ২১:৪৩
শ্রীলঙ্কার দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শতরানও করতে পারল না জিম্বাবুয়ে। তৃতীয় ওয়ানডে ১৮৪ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিল লঙ্কানরা।
শুক্রবার পালেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫৪ রান করে শ্রীলঙ্কা। ওপেনিংয়ে দলকে ৮০ রানের সংগ্রহ এনে দেন পাথুম নিশানকা (৫৫) উইকেটরক্ষক কুশল মেন্ডিস (৩৬)। এরপর চারিথ আসালাঙ্কার ৫২ ও চামিকা করুনারত্নের ৩০ রানে ভর করে লড়াকু পুঁজি পায় স্বাগতিকেরা।
জবাব দিতে নেমে ২৪.৪ ওভারে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ওপেনার কাইতানো (১৯) ও রায়ান বার্ল (১৫) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জাফরি ভেন্ডারসে। ২টি করে উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস ও দুষ্মন্ত চামিরা।
ম্যাচ সেরা হয়েছেন আসালাঙ্কা। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নিশানকা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২২ ২১:৪৩

শ্রীলঙ্কার দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শতরানও করতে পারল না জিম্বাবুয়ে। তৃতীয় ওয়ানডে ১৮৪ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিল লঙ্কানরা।
শুক্রবার পালেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫৪ রান করে শ্রীলঙ্কা। ওপেনিংয়ে দলকে ৮০ রানের সংগ্রহ এনে দেন পাথুম নিশানকা (৫৫) উইকেটরক্ষক কুশল মেন্ডিস (৩৬)। এরপর চারিথ আসালাঙ্কার ৫২ ও চামিকা করুনারত্নের ৩০ রানে ভর করে লড়াকু পুঁজি পায় স্বাগতিকেরা।
জবাব দিতে নেমে ২৪.৪ ওভারে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ওপেনার কাইতানো (১৯) ও রায়ান বার্ল (১৫) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জাফরি ভেন্ডারসে। ২টি করে উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস ও দুষ্মন্ত চামিরা।
ম্যাচ সেরা হয়েছেন আসালাঙ্কা। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নিশানকা।