আগুয়েরোর ‘সেই গোল’ পাল্টে দিয়েছে সিটিকে
অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০২২ ১৬:১৪
আরেকটি প্রিমিয়ার লিগ জয়ের সামনে দাঁড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আগামী রবিবার ওয়েস্ট হামকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে পেপ গার্দিওলার দল।
তার আগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সার্জিও আগুয়েরোর এক বিশাল মূর্তি উন্মোচন করেছে সিটিজেনরা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে প্রথম প্রিমিয়ার লিগ জিতেছিল সিটি। সেই শিরোপার জয়ের দশম বার্ষিকীতে মূর্তি বানিয়ে আগুয়েরোকে সম্মান জানাল ক্লাবটি।
এক দশক আগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে প্রথম লিগ জেতে সিটিজেনরা। যা এই ক্লাবের ‘সবকিছু পাল্টে দিয়েছে’ মনে করেন সিটির চেয়ারম্যান খালদুন আদ-মুবারক।
ইতিহাদে কিউপিআর-এর বিপক্ষে লিগের শেষ ম্যাচে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন আগুয়েরো। এই গোলেই নিশ্চিত হয় আবুধাবি যুগে সিটির প্রথম প্রিমিয়ার লিগ। ইংলিশ ফুটবলে জন্ম দেয় নতুন রূপকথার। সেই থেকে ইউরোপ ফুটবলের অন্যতম পরাশক্তি সিটি।
আগুয়েরোর এই গোল নগর প্রতদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের স্বপ্নও ভেঙে দেয়। একইদিনে জয়ের পর রেড ডেভিলরা ভেবেছিল তাদের শিরোপাও নিশ্চিত হয়ে গেছে। কিন্তু শেষ মুহূর্তে মারিও বালোতেল্লির অ্যাসিস্টে জাল খুঁজে নিয়ে ইউনাইটেডের হাসি কেড়ে নেন আগুয়েরো।
ইতিহাদে ১০ বছর ছিলেন তিনি। সেই বিখ্যাত গোলের দশম বর্ষপূর্তিতে শুক্রবার আগুয়েরোর মূর্তি উন্মোচন করে তাকে সম্মান জানানো হয়। এই সময় খালদুন বলেন, ‘এই মুহূর্তটি সবকিছু পাল্টে দিয়েছিল। ১০ বছর পর যদি দেখেন, সেই মুহূর্তটি আজকে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ চিনিয়ে দিয়েছিল। এই সম্মান তার (আগুয়েরো) প্রাপ্য। আমি মনে করি, সে এই ক্লাবের কিংবদন্তি’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০২২ ১৬:১৪

আরেকটি প্রিমিয়ার লিগ জয়ের সামনে দাঁড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আগামী রবিবার ওয়েস্ট হামকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে পেপ গার্দিওলার দল।
তার আগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সার্জিও আগুয়েরোর এক বিশাল মূর্তি উন্মোচন করেছে সিটিজেনরা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে প্রথম প্রিমিয়ার লিগ জিতেছিল সিটি। সেই শিরোপার জয়ের দশম বার্ষিকীতে মূর্তি বানিয়ে আগুয়েরোকে সম্মান জানাল ক্লাবটি।
এক দশক আগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে প্রথম লিগ জেতে সিটিজেনরা। যা এই ক্লাবের ‘সবকিছু পাল্টে দিয়েছে’ মনে করেন সিটির চেয়ারম্যান খালদুন আদ-মুবারক।
ইতিহাদে কিউপিআর-এর বিপক্ষে লিগের শেষ ম্যাচে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন আগুয়েরো। এই গোলেই নিশ্চিত হয় আবুধাবি যুগে সিটির প্রথম প্রিমিয়ার লিগ। ইংলিশ ফুটবলে জন্ম দেয় নতুন রূপকথার। সেই থেকে ইউরোপ ফুটবলের অন্যতম পরাশক্তি সিটি।
আগুয়েরোর এই গোল নগর প্রতদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের স্বপ্নও ভেঙে দেয়। একইদিনে জয়ের পর রেড ডেভিলরা ভেবেছিল তাদের শিরোপাও নিশ্চিত হয়ে গেছে। কিন্তু শেষ মুহূর্তে মারিও বালোতেল্লির অ্যাসিস্টে জাল খুঁজে নিয়ে ইউনাইটেডের হাসি কেড়ে নেন আগুয়েরো।
ইতিহাদে ১০ বছর ছিলেন তিনি। সেই বিখ্যাত গোলের দশম বর্ষপূর্তিতে শুক্রবার আগুয়েরোর মূর্তি উন্মোচন করে তাকে সম্মান জানানো হয়। এই সময় খালদুন বলেন, ‘এই মুহূর্তটি সবকিছু পাল্টে দিয়েছিল। ১০ বছর পর যদি দেখেন, সেই মুহূর্তটি আজকে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ চিনিয়ে দিয়েছিল। এই সম্মান তার (আগুয়েরো) প্রাপ্য। আমি মনে করি, সে এই ক্লাবের কিংবদন্তি’।