অবসরে আমির খান
অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০২২ ১৮:১০
বক্সিং রিংকে বিদায় জানালেন সাবেক সমন্বিত সুপার-লাইটওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান। ৩৫ বছর বয়সে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আমির খান জানান, ‘আমার গ্লাভস জোড়া তুলে রাখার এটাই সময়। ২৭ বছরের এমন অসাধারণ এক ক্যারিয়ার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমাকে সমর্থন করার জন্য যে দুর্দান্ত দলের সঙ্গে আমি কাজ করেছি এবং আমার পরিবার, বন্ধু, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।’
আমিরের জন্ম ১৯৮৬ সালের ৮ ডিসেম্বর। তার পুরো নাম আমির ইকবাল খান। বোল্টনে জন্ম নেওয়া এই বক্সার মাত্র ১৭ বছর বয়সে ২০০৪ সালে অলিম্পিকে রৌপ্য জেতেন। ব্রিটেনের সবচেয়ে কমবয়সী ও অপেশাদার বক্সার হিসেবে এই পদক জেতেন আমির।
এরপর সবচেয়ে কমবয়সী হিসেবে ব্রিটিশ পেশাদার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন আমির। মাত্র ২২ বছর বয়সে জেতেন ডব্লিউবিএ শিরোপা। ১৭ বছরের পেশাদারি ক্যারিয়ারে আমির পাঁচটি ওয়েইট বিভাগের প্রতিযোগিতায় লড়েছেন।
বক্সিংয়ের বাইরে তিনি নিজের দাতব্য সংস্থা দিয়ে লোকহিতৈষী কাজে নিয়োজিত ছিলেন। তার সংস্থার নাম ‘আমির খান ফাউন্ডেশন’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০২২ ১৮:১০

বক্সিং রিংকে বিদায় জানালেন সাবেক সমন্বিত সুপার-লাইটওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান। ৩৫ বছর বয়সে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আমির খান জানান, ‘আমার গ্লাভস জোড়া তুলে রাখার এটাই সময়। ২৭ বছরের এমন অসাধারণ এক ক্যারিয়ার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমাকে সমর্থন করার জন্য যে দুর্দান্ত দলের সঙ্গে আমি কাজ করেছি এবং আমার পরিবার, বন্ধু, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।’
আমিরের জন্ম ১৯৮৬ সালের ৮ ডিসেম্বর। তার পুরো নাম আমির ইকবাল খান। বোল্টনে জন্ম নেওয়া এই বক্সার মাত্র ১৭ বছর বয়সে ২০০৪ সালে অলিম্পিকে রৌপ্য জেতেন। ব্রিটেনের সবচেয়ে কমবয়সী ও অপেশাদার বক্সার হিসেবে এই পদক জেতেন আমির।
এরপর সবচেয়ে কমবয়সী হিসেবে ব্রিটিশ পেশাদার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন আমির। মাত্র ২২ বছর বয়সে জেতেন ডব্লিউবিএ শিরোপা। ১৭ বছরের পেশাদারি ক্যারিয়ারে আমির পাঁচটি ওয়েইট বিভাগের প্রতিযোগিতায় লড়েছেন।
বক্সিংয়ের বাইরে তিনি নিজের দাতব্য সংস্থা দিয়ে লোকহিতৈষী কাজে নিয়োজিত ছিলেন। তার সংস্থার নাম ‘আমির খান ফাউন্ডেশন’।