মোনাকো ছেড়ে নতুনভাবে ক্যারিয়ার গড়তে চান ফ্যাব্রিগ্রাস
অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০২২ ১৩:৩৪
একের পর এক চোটের সঙ্গে লড়াই করা সেস ফ্যাব্রিগ্রাস জানালেন, চলতি মৌসুম শেষে মোনাকো ছাড়বেন তিনি।
২০১৯ সালে লিগ ওয়ানের ক্লাবটিতে যোগ দেন স্প্যানিশ মিডফিল্ডার। তার আগে পাঁচ বছর কাটিয়েছেন চেলসিতে। বার্সেলোনা ছেড়ে স্টামফোর্ড ব্রিজে গিয়েছিলেন তিনি। তার আগে আট বছর খেলেছেন আর্সেনালের জার্সিতে।
মোনাকো ছাড়ার প্রসঙ্গে সোফুট ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যাব্রিগ্রাস বলেন, ‘এটা নিশ্চিত যে মোনাকো ছাড়ছি। জুনে আমার চুক্তি শেষ হবে। নতুন শুরুর চিন্তাভাবনা করছি।’
৩৫ বছর বয়সী তারকা আরও বলেন, ‘তবে বছরটি এতই খারাপ গেল যে, আমি এভাবে অবসর নিতে পারি না। ক্যারিয়ার নতুনভাবে গড়তে হবে। আমি খেলে যেতে চাই।’
স্পেনের হয়ে বিশ্বকাপ ও দু’বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন ফ্যাব্রিগ্রাস। বার্সার হয়ে প্রায় সব ক্লাব প্রতিযোগিতার শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। তবে মোনাকো ছেড়ে কোথায় যাচ্ছেন তা জানাননি সাবেক চেলসি সতীর্থ ইডেন হ্যাজার্ডের ‘দ্য মাস্টার’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০২২ ১৩:৩৪

একের পর এক চোটের সঙ্গে লড়াই করা সেস ফ্যাব্রিগ্রাস জানালেন, চলতি মৌসুম শেষে মোনাকো ছাড়বেন তিনি।
২০১৯ সালে লিগ ওয়ানের ক্লাবটিতে যোগ দেন স্প্যানিশ মিডফিল্ডার। তার আগে পাঁচ বছর কাটিয়েছেন চেলসিতে। বার্সেলোনা ছেড়ে স্টামফোর্ড ব্রিজে গিয়েছিলেন তিনি। তার আগে আট বছর খেলেছেন আর্সেনালের জার্সিতে।
মোনাকো ছাড়ার প্রসঙ্গে সোফুট ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যাব্রিগ্রাস বলেন, ‘এটা নিশ্চিত যে মোনাকো ছাড়ছি। জুনে আমার চুক্তি শেষ হবে। নতুন শুরুর চিন্তাভাবনা করছি।’
৩৫ বছর বয়সী তারকা আরও বলেন, ‘তবে বছরটি এতই খারাপ গেল যে, আমি এভাবে অবসর নিতে পারি না। ক্যারিয়ার নতুনভাবে গড়তে হবে। আমি খেলে যেতে চাই।’
স্পেনের হয়ে বিশ্বকাপ ও দু’বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন ফ্যাব্রিগ্রাস। বার্সার হয়ে প্রায় সব ক্লাব প্রতিযোগিতার শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। তবে মোনাকো ছেড়ে কোথায় যাচ্ছেন তা জানাননি সাবেক চেলসি সতীর্থ ইডেন হ্যাজার্ডের ‘দ্য মাস্টার’।